মঙ্গলবার রাতে সৌদি আরবের রাজার নৈশভোজ অনুষ্ঠানে যোগ না দিয়েই নয়াদিল্লির বিমান ধরেন প্রধানমন্ত্রী মোদি। মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “সৌদি আরব সফর শেষ করে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী।”
আরও পড়ুন– ‘উই ওয়ান্ট জাস্টিস…’ জঙ্গি হামলার পর কাশ্মীরে মোমবাতি মিছিল পর্যটক এবং স্থানীয়দের
advertisement
পহেলগাঁওয়ে মঙ্গলবার পর্যটকদের উপর হামলার ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। এক আইবি অফিসারও নিহত। নির্দেশ পেয়েই শ্রীনগরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন আমিত শাহ।
আরও পড়ুন– মাসিক বেতন ছিল ১৮ হাজার টাকা, আফজল এখন ৪ কোটি টাকার মালিক ! ভাগ্য ফেরাল Dream11
পুলিশ সূত্রের খবর, পহেলগাঁওয়ে হামলাকারীরা সংখ্যায় ছিল ৫-৬ জন। ঘটনাচক্রে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ভারত সফর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌদি আরব সফরের সময়টিকেই হামলার জন্য বেছে নিয়েছে সন্ত্রাসবাদীরা। পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-তৈবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) মঙ্গলবার রাতে ঘটনার দায় স্বীকার করে নিয়েছে।
