TRENDING:

Pahalgam Terror Attack: '২২ এপ্রিলের হামলার প্রতিশোধ ২২ মিনিটে...', রাজস্থানের জনসভা থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির

Last Updated:

Pahalgam Terror Attack: ২২ মিনিটে ২২ এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলার জবাব দেওয়া হয়েছে। ভারতমায়ের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকব আমরা। পহেলগাঁও হামলার প্রত্যাঘাত নিয়ে রাজস্থানের বিকানেরের জনসভা থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

advertisement
বিকানের: ২২ মিনিটে ২২ এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলার জবাব দেওয়া হয়েছে। ভারতমায়ের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকব আমরা। পহেলগাঁও হামলার প্রত্যাঘাত নিয়ে রাজস্থানের বিকানেরের জনসভা থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, পহেলগাঁও সন্ত্রাসে ১৪০ কোটি দেশবাসী আহত হয়েছিল। কিন্তু সিঁদুর যখন বারুদে পরিণত হয়, তার পরিণতি কী হয়, তা দেখেছে গোটা বিশ্ব।
পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির
পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির
advertisement

অমৃত ভারত প্রকল্পের অধীনে একাধিক স্টেশন পরিকাঠামোর উদ্বোধনে আজ, বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে এক জনসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেখানেই

অপারেশন সিঁদুর অভিযানের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, সন্ত্রাসবাদকে কোনও ভাবেই রেয়াত করা হবে না। পহেলগাঁওয়ে হামলার পর অপারেশন সিঁদুর দেখিয়ে দিয়েছে সেটাই।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

প্রধানমন্ত্রী বলেন, ‘‘সিঁদুর যারা মুছতে এসেছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। নিজেদের দেশকে কোনও ভাবেই নত হতে দেব না। প্রথমে ঘরে ঢুকে মেরেছি। এ বার সরাসরি বুকে মেরেছি।’’ শুধু তা-ই নয়, তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সামনাসামনি লড়াই হলে কোনও দিনই জিতবে না পাকিস্তান। আমার শরীরে এখন আর রক্ত নয়, সিঁদুর বইছে। এটা প্রতিশোধের খেলা নয়, এটা ন্যায়ের নতুন রূপ। যার নাম অপারেশন সিঁদুর। যারা নিজেদের অস্ত্রে গর্ব করত, আজ তারা হতাশায় ভুগছে।’’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Pahalgam Terror Attack: '২২ এপ্রিলের হামলার প্রতিশোধ ২২ মিনিটে...', রাজস্থানের জনসভা থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল