TRENDING:

স্ত্রী, সন্তানের আর্তচিৎকার! কাশ্মীরে পরিবারের সামনেই গুলিতে ঝাঁঝরা গোয়েন্দা...লুটিয়ে পড়লেন সদ্যবিবাহিত নৌসেনা অফিসারও

Last Updated:

Jammu And Kashmir Pahalgam Terror Attack: কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় মৃত পর্যটকদের সংখ্যা ২৮। নিহতদের মধ্যে কলকাতার বিতান অধিকারী, নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়াল এবং গোয়েন্দা কর্মকর্তা মানীশ রঞ্জন রয়েছেন। বাড়ছে মৃত্যুমিছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত পর্যটকদের সংখ্যা বেড়ে ২৮। তাঁদের মধ্যে কলকাতার যুবক বিতান অধিকারীর নাম ইতিমধ্যেই জানা গিয়েছে। এর পর মৃতের তালিকায় জুড়ল এক গোয়েন্দা এবং এক নৌসেনা অফিসারের নাম। জানা গিয়েছে, জঙ্গি হামলায় ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তা এবং এক গোয়েন্দা নিহত হয়েছেন। ভারতীয় নৌবাহিনীর ২৬ বছরের লেফটেন্যান্ট বিনয় নারওয়াল কোচিতে পোস্টেড ছিলেন। ১৬ এপ্রিল সদ্য বিবাহিত জীবন শুরু করেছিলেন। তিনি হরিয়ানার বাসিন্দা, ছুটি কাটাতে এসেছিলেন ভূস্বর্গ ভ্রমণে। আততায়ীর গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন।
জঙ্গি হামলায় ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তা এবং এক গোয়েন্দা নিহত হয়েছেন। (Image: PTI)
জঙ্গি হামলায় ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তা এবং এক গোয়েন্দা নিহত হয়েছেন। (Image: PTI)
advertisement

সাপ কেন একমাত্র বেজির কাছেই জব্দ? ‘সাপে নেউলে’ শত্রুতার পিছনে কোন বড় সত্য…? অনেকেই জানেন না!

Lieutenant Vinay Narwal and his wife’s photo goes viral

অন্যদিকে, হায়দরাবাদে পোস্টেড ছিলেন এক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা, মনীশ রঞ্জন। পহেলগামে পরিবারের সঙ্গে ছুটিতে যাওয়ার সময় হামলায় নিহত হন। তিনি বিহারের বাসিন্দা ছিলেন। স্ত্রী, সন্তানদের সামনেই তাঁকে গুলি করা হয়। মনীশ রঞ্জন গত দুই বছর ধরে গোয়েন্দা বিভাগের হায়দরাবাদ অফিসে মন্ত্রণালয়ের বিভাগে কাজ করছিলেন বলে জানা যায়।

advertisement

ফ্রিজে জমে উঠছে বরফের পাহাড়? করুন এই ‘ছোট্ট’ কাজ…! বার বার পরিষ্কারের ঝামেলা থেকে মুক্তি সহজেই!

জবা গাছে ফুল আসে না? ১৫ দিন অন্তর এই ‘কালো’ জিনিস দিন গোড়ায়…! ফুল রাখার জায়গা পাবেন না!

পুলিশ জানিয়েছে, এ দিন বেলা আড়াইটে নাগাদ এই হামলার ঘটনা ঘটে৷ বৈসরণের যে জায়গায় পর্যটকরা ভিড় করেছিলেন, তার পাশের একটি পাইন বন থেকে আচমকা বেরিয়ে আসে সেনা পোশাকে থাকা দুই থেকে তিন জন জঙ্গি৷ জনা চল্লিশেক পর্যটকদের একটি দলের উপরে নির্বিচারে গুলি চালাতে থাকে তারা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

জম্মু কাশ্মীরে বেড়াতে যাওয়া পর্যটকদের কাছে গুলমার্গ, সোনমার্গ বা ডাল লেকের মতোই বরাবরের বড় আকর্ষণ সবুজ, পাহাড়ি নদী, উপত্যকায় ঘেরা পহলগাম৷ মঙ্গলবার সেই পহলগামই সাম্প্রতিককালে উপত্যকার সবথেকে বড় জঙ্গি হামলার সাক্ষী থাকল৷ পহলগাঁওয়ের বৈসরণ নামে যে জায়গায় এই জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, দক্ষিণ কাশ্মীরের সেই অংশটি মিনি সুইৎজারল্যান্ড নামে খ্যাত৷ সেই বৈসরণের উপত্যকার সবুজ ঘাষই পর্যটকদের রক্তে লাল হল মঙ্গলবার৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
স্ত্রী, সন্তানের আর্তচিৎকার! কাশ্মীরে পরিবারের সামনেই গুলিতে ঝাঁঝরা গোয়েন্দা...লুটিয়ে পড়লেন সদ্যবিবাহিত নৌসেনা অফিসারও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল