আর সেই সমস্ত ফুটেজ এবার হাতে পেল এনআইএ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২২ এপ্রিল হত্যাকাণ্ডের দৃশ্য গাছে উঠে ক্যামেরাবন্দি করেছিলেন স্থানীয় এক চিত্রগ্রাহক। ঘটনার সেই ভিডিও ফুটেজ এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে।
advertisement
গোয়েন্দাদের একাংশের মত, ওই ভিডিও ফুটেজে যে ভাবে জঙ্গিদের গতিবিধি ধরা পড়েছে, পরবর্তী কালে তা তদন্তে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। ঘটনার তদন্তে নেমে মূল প্রত্যক্ষদর্শী হিসাবে এক স্থানীয় চিত্রগ্রাহকের হদিস পেয়েছেন তদন্তকারীরা। তাঁদের একটি সূত্রের খবর, ওই চিত্রগ্রাহক গাছে উঠে গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করেছিলেন।
তদন্তকারীদের অনুমান, ওই ফুটেজ থেকে গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে। এনআইএ সূত্রে খবর, ওই ভিডিওতে দেখা গিয়েছে ভ্যালির যে দিকে স্থানীয় দোকানগুলি ছিল, সেখানেই প্রথম হামলা চালায় জঙ্গিরা। দোকানের পিছনে লুকিয়ে ছিল দুই জঙ্গি। সেখানেই ৪ জনকে পর পর গুলি করা হয়। গুলিচালনার পরই চারিদিকে উদভ্রান্তের মতো ছুটতে শুরু করেন আশপাশের মানুষজন।