TRENDING:

Pahalgam Attack NIA: কী হয়েছিল সেদিন? পহেলগাঁও হত্যাকাণ্ডের গোটা ভিডিও রয়েছে একজনের কাছে, ফুটেজ দেখে চমকে উঠল NIA, এবার হবে 'অ্যাকশন'

Last Updated:

Pahalgam Attack NIA: গোয়েন্দাদের একাংশের মত, ওই ভিডিও ফুটেজে যে ভাবে জঙ্গিদের গতিবিধি ধরা পড়েছে, পরবর্তী কালে তা তদন্তে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে গত ২২ এপ্রিল, মঙ্গলবার বর্বর জঙ্গিহামলায় নিহত হয়েছেন ২৭ জন ভারতীয়। কী হয়েছিল সেদিন? কোথা থেকে, কতজন, ঠিক কোন সময়, কীভাবে হামলা চালিয়েছিল জঙ্গিরা? সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে বৈসরন উপত্যকায় উপস্থিত একজনের কাছেই।
ভিডিও ফুটেজ থেকে কাটা ছবি (সৌজন্যে এএনআই)
ভিডিও ফুটেজ থেকে কাটা ছবি (সৌজন্যে এএনআই)
advertisement

আর সেই সমস্ত ফুটেজ এবার হাতে পেল এনআইএ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২২ এপ্রিল হত্যাকাণ্ডের দৃশ্য গাছে উঠে ক্যামেরাবন্দি করেছিলেন স্থানীয় এক চিত্রগ্রাহক। ঘটনার সেই ভিডিও ফুটেজ এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে।

আরও পড়ুন: ‘কোন জঙ্গি নাম-পরিচয় জেনে গুলি চালায়? এটা সম্ভব?’, নিহতের স্ত্রীর মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস মন্ত্রী

advertisement

গোয়েন্দাদের একাংশের মত, ওই ভিডিও ফুটেজে যে ভাবে জঙ্গিদের গতিবিধি ধরা পড়েছে, পরবর্তী কালে তা তদন্তে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। ঘটনার তদন্তে নেমে মূল প্রত্যক্ষদর্শী হিসাবে এক স্থানীয় চিত্রগ্রাহকের হদিস পেয়েছেন তদন্তকারীরা। তাঁদের একটি সূত্রের খবর, ওই চিত্রগ্রাহক গাছে উঠে গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করেছিলেন।

advertisement

আরও পড়ুন: ‘পহেলগাঁওতে ১৫-১৬ বছরের ছেলেগুলো বাবাকে গুলি করে সেলফি তুলছিল!’ শেষকৃত্যের পরেও আতঙ্ক পিছু ছাড়ছে না বেঁচে ফেরা পরিবারের

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

তদন্তকারীদের অনুমান, ওই ফুটেজ থেকে গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে। এনআইএ সূত্রে খবর, ওই ভিডিওতে দেখা গিয়েছে ভ্যালির যে দিকে স্থানীয় দোকানগুলি ছিল, সেখানেই প্রথম হামলা চালায় জঙ্গিরা। দোকানের পিছনে লুকিয়ে ছিল দুই জঙ্গি। সেখানেই ৪ জনকে পর পর গুলি করা হয়। গুলিচালনার পরই চারিদিকে উদভ্রান্তের মতো ছুটতে শুরু করেন আশপাশের মানুষজন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Pahalgam Attack NIA: কী হয়েছিল সেদিন? পহেলগাঁও হত্যাকাণ্ডের গোটা ভিডিও রয়েছে একজনের কাছে, ফুটেজ দেখে চমকে উঠল NIA, এবার হবে 'অ্যাকশন'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল