TRENDING:

Padma Awards2022 : Amai Mahalinga Naik: তাঁর হাতেই নিষ্ফলা জমি রূপান্তরিত বনানীতে, পদ্মশ্রী পেতে চলেছেন ৭০ বছর বয়সি কৃষক

Last Updated:

Padma Awards2022 : Amai Mahalinga Naik: ৭০ বছর বয়সি এই প্রকৃতিসাধক নিরলসভাবে সেচখাল খনন করে চলেন কর্নাটকের কেপু গ্রামে৷ নিষ্ফলা জমিকে সিঞ্চিত করে তোলার জন্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : তাঁর হাতে নিষ্ফলা পতিত জমি পরিণত হয়েছে অর্গ্যানিক গাছের ফার্মে৷ কর্নাটকের সেই কৃষক আমাই মহালিঙ্গ নায়েক (Amai Mahalinga Naik) সম্মানিত হতে চলেছেন পদ্মশ্রী সম্মানে (Padma Shri award)৷ ৭০ বছর বয়সি এই প্রকৃতিসাধক নিরলসভাবে সেচখাল খনন করে চলেন কর্নাটকের কেপু গ্রামে৷ নিষ্ফলা জমিকে সিঞ্চিত করে তোলার জন্য৷
advertisement

আরও পড়ুন : অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় সম্মানিত হতে চলেছেন পদ্মভূষণ-এ

কৃষি বিশেষজ্ঞ শ্রী পাদরের মতে, আমাই মহালিঙ্গ শূন্য থেকে শুরু করে এই জায়গায় পৌঁছেছেন৷ দীর্ঘ দিন ধরে নায়েকের কাজ পর্যবেক্ষণ করছেন শ্রী৷ সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘‘আমার কাছে তিনি পাহাড়ের মাথায় থাকা এক সেনানীর সেনাদল৷ কিন্তু তাঁরই অদম্য আশা এবং দৃঢ়তার জন্যই সেখানে সবুজ বিকশিত হতে পেরেছে৷ যখন তিনি একের পর এক ব্যর্থ সুড়ঙ্গ খনন করছিলেন, তখন সকলে তাঁকে নিয়ে উপহাস করেছিল৷’’ আমাইয়ের হাতে যে জমি নতুন জীবন পেয়েছে, সেটা এখন একাধিক গাছ ও বাগিচার আশ্রয়স্থল৷

advertisement

আরও পড়ুন : ব্রিটিশ ভারতেই স্বাধীন জনগণের সরকার গড়েছিল তাম্রলিপ্ত, আজকের দিনেই

advertisement

কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আমাইকে নিয়ে ট্যুইট করেছেন৷ লিখেছেন, ‘‘কী জীবন! কী কৃতিত্ব! কর্নাটকের একক সেনানীর সেনা আমাই মহালিঙ্গ নায়েককে সম্মানিত করা হচ্ছে পদ্মশ্রীতে৷’’

ট্যুইটবার্তায় তিনি আরও লিখেছেন, ‘‘তিনি প্রমাণ করেছেন ইচ্ছে থাকলে উপায় হয়৷ যদি তার জন্য কঠোর পাথর কেটে সুড়ঙ্গ খুঁড়ে যেতে হয় জলের উৎস সন্ধানে৷’’ গজেন্দ্রর কথায় আমাই একজন জলযোদ্ধা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

২০২০ সালে কর্নাটকের পরিবেশবিদ তুলসি গৌড়া এবং কমলালেবু বিক্রেতা হরেকালা হজব্বা সম্মানিত হন পদ্মশ্রী সম্মানে৷ গাছপালা নিয়ে তাঁর অগাধ জ্ঞানের জন্য তুলসিকে বলা হয় ‘অরণ্যের বিশ্বকোষ’৷ জীবনভর তিনি ৩০ হাজারের বেশি চারাগাছ রোপণ করেছেন৷ হজব্বা নিজস্ব সঞ্চয় দিয়ে দক্ষিণ কন্নড় জেলায় তাঁর গ্রামের অনগ্রসর পরিবারের শিশুদের জন্য বিদ্যালয় গড়ে তুলেছেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Padma Awards2022 : Amai Mahalinga Naik: তাঁর হাতেই নিষ্ফলা জমি রূপান্তরিত বনানীতে, পদ্মশ্রী পেতে চলেছেন ৭০ বছর বয়সি কৃষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল