advertisement
সোজা কথায় চিদম্বরমের পরামর্শ, অর্থনীতিতে গতি আনতে গেলেন মানুষের ক্রয়ক্ষমতা এবং বাজারে চাহিদা বাড়াতে হবে৷ এই সূত্রেই তাঁর পরামর্শ, দেশের সবথেকে গরিব পঞ্চাশ শতাংশ পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে সরাসরি টাকা পাঠাক সরকার৷ একই সঙ্গে তাঁর পরামর্শ, মজুরি দেওয়ার জন্য নগদের বদলে সরকারের কাছে মজুত করে রাখা খাদ্যশস্য ব্যবহার করা হোক৷ পরিকাঠামো উন্নয়নে ব্যয় বাড়ানো হোক৷ পাশাপাশি ব্যাঙ্কগুলির ঋণ দেওয়ার ক্ষমতা বাড়াতে তাদের পুঁজির জোগান দেওয়ার জন্যও সরকারকে পরামর্শ দিয়েছেন চিদম্বরম৷
ট্যুইটারে কংগ্রেস নেতা লিখেছেন, 'এই সমস্ত পরামর্শের বাস্তবায়নের জন্য অর্থের প্রয়োজন৷ তাই কোনওরকম দ্বিধা না রেখে ঋণ নেওয়া হোক৷' অর্থনীতিকে দিশা দেখানোর জন্য সরকারকে দৃঢ় পদক্ষেপ করার দাবি জানিয়ে আসছেন চিদম্বরম৷ তাঁর দাবি, প্রতিশ্রুতি মতো কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে জিএসটি বাবদ পাওনা মিটিয়ে দিক৷
সতর্ক করে চিদম্বরম বলেছেন, অবিলম্বে সরকার পদক্ষেপ না করলে 'অন্ধকার সুড়ঙ্গের মধ্যে তলিয়ে যাবে দেশের অর্থনীতি৷' প্রাক্তন অর্থমন্ত্রীর অভিযোগ, অর্থনীতির সমস্ত ক্ষেত্রেই উল্লেখযোগ্য পতন ঘটেছে৷ কিন্তু তা ঠেকানোর জন্য সরকারের নির্লিপ্ত ভূমিকা এবং কোনও পদক্ষেপ না করাটাই লজ্জাজনক৷
এর আগে সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে চিদম্বরম বলেছিলেন, 'এই সময়ই বেশি করে ঋণ নিতে হবে, খরচ করতে হবে, যাতে চাহিদা এবং ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়৷'