নীতি আয়োগ ট্যুইটে জানিয়েছে, ‘ #DigiDhanMelas ৫০ দিন হয়ে গিয়েছে ৷ এর মধ্যে ৮ লক্ষ মানুষ ১৩৩ কোটি টাকা তারা ইতিমধ্যেই জিতে নিয়েছেন ৷ এখনও আরও ৫০ দিন বাকি রয়েছে ৷’
ডিসেম্বর ২৫ তারিখ সরকার দুটি প্রকল্প-‘লাকি গ্রাহক যোজনা’ ও ‘ডিজি-ধন ব্যাপার যোজনা’ চালু করেছিল সরকার ৷ এপ্রিম মাসের ১৪ তারিখ পর্যন্ত চালু থাকবে এই দুটি যোজনা ৷
advertisement
ক্যাশের বদলে ডিজিট্যালি পেমেন্ট করে কেনাকাটা করবেন যে সব গ্রাহকেরা, তাদের মধ্যে থেকে প্রতি দিন লাকি ড্রয়ে একজন গ্রাহককে বেছে নিয়ে পুরস্কৃত করবে কেন্দ্রীয় সরকার ৷ প্রতিদিন ৫০ টাকা থেকে ৩০০০ টাকার মধ্যে কেনাকাটা করলেই মিলবে এই সুযোগ ৷ প্রতিদিন ১০০০ টাকার পুরস্কার ছাড়াও সপ্তাহ শেষে থাকবে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ ৷ সবচেয়ে বেশি অনলাইন লেনদেনকারীকে দেওয়া হবে পুরস্কার ৷ এতেই শেষ নয় তিন বা ছয় মাস অন্তর দেওয়া হবে বাম্পার পুরস্কার ৷ নোট বাতিলের পর এমনটাই জানানো হয় ঘোষণার পর ৷
‘লাকি গ্রাহক যোজনা’ অনুসারে ১০০ দিনে ১৫ হাজার জনকে পুরস্কৃত করবে সরকার ৷ প্রতিদিন ১৫ হাজার গ্রাহক পাবেন ক্যাশব্যাক ৷ ২ হাজার টাকা করে ক্যাশব্যাক পাবেন ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদাররা ৷ ২৫ ডিসেম্বর হবে প্রথম লাকি ড্র ৷ ২৫ ডিসেম্বর থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই প্রকল্প ৷ এর জন্য বরাদ্দ ৩৪০ কোটি টাকা ৷