TRENDING:

শ্রমিক ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালাল ৩০৫ জন পরিযায়ী শ্রমিক

Last Updated:

শ্রমিক স্পেশ্যাল ট্রেনটি সুরাত থেকে কটকের নীরগুন্ডি স্টেশনে যাচ্ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বালাঙ্গির: সুরাত থেকে ওড়িশা ফিরছিলেন শ্রমিকের দল, অভিযোগ নির্দিষ্ট স্টেশনে ট্রেন পৌঁছনোর আগেই বালাঙ্গির জেলার কান্তাবানজি স্টেশনের কাছে ট্রেনের চেন টেনে, ট্রেন থামিয়ে নেমে পড়েন ৩০৫ জন শ্রমিক।
advertisement

জানা যায়, শ্রমিক স্পেশ্যাল ট্রেনটি সুরাত থেকে কটকের নীরগুন্ডি স্টেশনে যাচ্ছিল। নুয়াপাড়া, কালাহান্ডি ও বালাঙ্গির জেলা থেকে বহু  শ্রমিক কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন। তাঁদের নিয়েই ফিরছিল এই বিশেষ ট্রেন। সোমবার সকালে ট্রেনের চেন টেনে ৩০৫ জন শ্রমিক পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।  তবে, জিআরপি শ্রমিকদের আটকায়, স্টেশন চত্বরেই তাঁদের সকালের খাবার দেওয়া হয়।

advertisement

যদিও চেন টেনে ট্রেন থামানোর অভিযোগ অস্বীকার করেছেন পরিযায়ী শ্রমিকেরা। তাঁদের বক্তব্য, ট্রেন থামলে তাঁরা নেমে পড়ে। কিন্তু কান্তাবানজি রেলস্টেশনের স্টেশন ম্যানেজার জানিয়েছেন, ট্রেন থামানোর জন্যই চেন টানা হয়েছিল। প্রশাসনের তরফে জানানো হয়েছে, শ্রমিকদের বাসে করে তাঁদের বাড়ি ফেরানো  হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রসঙ্গত, গতকাল রবিবার গঞ্জাম জেলায় ২০০-রও বেশি পরিযায়ী শ্রমিক ট্রেনের চেন টেনে, ট্রেন থামিয়ে পালিয়ে যায়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
শ্রমিক ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালাল ৩০৫ জন পরিযায়ী শ্রমিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল