TRENDING:

CAA-NRC নিয়ে দিল্লিতে বিরোধীদলগুলির বৈঠকে নেই মমতা-মায়াবতী-শিবসেনা-কেজরিওয়াল

Last Updated:

মমতার অভিযোগ, গত ৮ জানুয়ারি বন্‌ধে বাম ও কংগ্রেস মিলে হিংসার ঘটনা ঘটিয়েছে৷ বিধানসভায় বন্‌ধে এ রাজ্যের বাম, কংগ্রেসের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জি ঘিরে দেশজুড়ে প্রতিবাদের আবহে এ বিষয়ে পরবর্তী রণকৌশল তৈরি করতে আজ অর্থাত্‍ সোমবার দিল্লিতে বৈঠক করছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি৷ কংগ্রেস কার্যনির্বাহী সভানেত্রী সনিয়া গান্ধির আহ্বানে এই বৈঠকে থাকছে সব বিরোধী দল৷ থাকছেন না শুধু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী৷ মমতা আগেই জানিয়ে দিয়েছিলেন, ১৩ জানুয়ারিতে বিরোধী বৈঠকে তিনি থাকবেন না৷ সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে তিনি একাই লড়াই করবেন৷ দিল্লির বৈঠকে থাকছে না শিবসেনা, আপ-ও৷
advertisement

মমতার অভিযোগ, গত ৮ জানুয়ারি বন্‌ধে বাম ও কংগ্রেস মিলে হিংসার ঘটনা ঘটিয়েছে৷ বিধানসভায় বন্‌ধে এ রাজ্যের বাম, কংগ্রেসের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ধর্মঘট সফল করতে সিপিএম ও কংগ্রেস গা জোয়ারি ও গুন্ডামি করেছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, 'ঘোলা জলে মাছ ধরতে নেমেছে সিপিএম। এখানে এক, আর দিল্লিতে আরেক নীতি নিয়ে চলছে সিপিএম, কংগ্রেস। এটা মানব না। আমি মাফ চেয়ে নিচ্ছি।' এরপরই মমতাকে কটাক্ষ করতে শুরু করে বাম-কংগ্রেস৷

advertisement

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর কটাক্ষ, মমতার আসল চেহারা উঠে আসুক৷ অধীরের কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল চেহারা উঠে আসুক৷ মোদির জন্য সময় বের করেন মমতা৷ সাম্প্রদায়িকতা বিরোধের সময় নেই৷ আসলে মোদিকে দরকার মমতার৷ সাম্প্রদায়িকতা বিরোধী জোট চান না মমতা৷'

বহুজন সমাজ পার্টি সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে আদর্শগত মিল না থাকায় বিরোধী বৈঠকে কোনও প্রতিনিধি পাঠাবে না তারা৷ গত ১৭ ডিসেম্বর নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে চলা হিংসার ঘটনায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে হস্তক্ষেপ করতে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি একজোটে রাষ্ট্রপতি ভবনে গিয়ে আবেদন করেন৷ সেই দলেও ছিলেন না মায়াবতী৷ পরের দিন অর্থাত্‍ ১৮ ডিসেম্বর আলাদা করে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন বিএসপি সাংসদদের প্রতিনিধিদল৷

advertisement

সম্প্রতি রাজস্থানের কোটায় হাসপাতালে ১০০-র বেশি শিশুর মৃত্যুতেও সনিয়া গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে আক্রমণ করেন মায়াবতী৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
CAA-NRC নিয়ে দিল্লিতে বিরোধীদলগুলির বৈঠকে নেই মমতা-মায়াবতী-শিবসেনা-কেজরিওয়াল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল