বছর ঘুরলেই সাধারণ নির্বাচন৷ তার আগে ২২ নভেম্বরের বৈঠক সফল হলে, বিরোধী জোটের এটাই হবে প্রথম বড় পদক্ষেপ৷ ইতিমধ্যেই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের আবহে কংগ্রেসের সঙ্গে জোটের কথা ঘোষণা করে দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ অমরাবতীতে কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক গেহলটের সঙ্গে বৈঠকের পরই তিনি বিজেপি বিরোধিতায় মহা জোটের ঘোষণা করেছেন৷
২০১৯ সালে নরেন্দ্র মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুড়তে চন্দ্রবাবু নাইডু গত এক মাসে দেশের প্রায় সব বিরোধীদলের নেতা-নেত্রীদের সঙ্গেই দেখা করেছেন৷ ২২ নভেম্বর দিল্লির বৈঠকেই বিরোধী জোটের ভবিষ্যত্ কর্মসূচি ঠিক করা হবে বলে খবর৷
advertisement
চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, সব বিরোধী দলকে এক ছাতার তলায় আনার চেষ্টা চলছে৷ সাধারণ নির্বাচনের আগেই তা সাফল্য পাবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2018 9:00 PM IST