TRENDING:

প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা, ব্যাখ্যা দিয়ে জানাল কেন্দ্র

Last Updated:

কেন্দ্রের একটি সূত্রের বক্তব্য, গত কয়েক সপ্তাহ ধরেই পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে৷ মহারাষ্ট্রের সরকার নিজেদের মধ্যেই ঝগড়ায় ব্যস্ত৷ যার নির্যাস, কোন মন্ত্রীকে কোন দফতর দেওয়া হবে, তাও ঠিক করে উঠতে পারছে না মহারাষ্ট্রের জোট সরকার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের ট্যাবলোর প্রস্তাব বাতিল করা হয়েছে৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে দুই রাজ্যের সরকারই৷ বিরোধী দল শাসিত রাজ্যগুলিকে কেন্দ্র প্রতিহিংসাপরায়ণ মনোভাবে প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো বাছাইয়ে বাতিল করেছে৷ এই অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই ভাবে সরব হয়েছে মহারাষ্ট্রের কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোট সরকারও৷ বিরোধীদের এই অভিযোগের জবাব দিল কেন্দ্রের বিজেপি সরকার৷
advertisement

কেন্দ্রের একটি সূত্রের বক্তব্য, গত কয়েক সপ্তাহ ধরেই পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে৷ মহারাষ্ট্রের সরকার নিজেদের মধ্যেই ঝগড়ায় ব্যস্ত৷ যার নির্যাস, কোন মন্ত্রীকে কোন দফতর দেওয়া হবে, তাও ঠিক করে উঠতে পারছে না মহারাষ্ট্রের জোট সরকার৷

এই বিরোধীদলগুলি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকেই ছোট করার চেষ্টা করছে৷ কেন্দ্রের বক্তব্য, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কোন কোন ট্যাবলো যাবে, তা একটি সুসংহত প্রক্রিয়ায় বাছাই করা হয়৷ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক দেশের সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলকে ট্যাবলো প্রস্তাবের জন্য নিমন্ত্রণ জানায়৷ সব রাজ্যগুলি ট্যাবলো প্রস্তাব পাঠানোর পর শিল্প, সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিদের একটি প্যানেল সব খতিয়ে দেখে ট্যাবলো বাছাই করে৷

advertisement

২০২০ সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে মোট ৫৬টি ট্যাবলো প্রস্তাব এসেছিল৷ তার মধ্যে ১৬টি রাজ্য ও ৬টি মন্ত্রকের ২২টি ট্যাবলো শর্টলিস্ট করা হয়৷ ৫টি বৈঠকের পর সেই তালিকা তৈরি হয়েছে৷ অনেক বিজেপি শাসিত রাজ্যেরও ট্যাবলো বাতিল করা হয়েছে ওই বৈঠকে৷ এ বারের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নেই বিজেপি শাসিত হরিয়ানা, উত্তরাখণ্ড, ত্রিপুরা, অরুণাচলপ্রদেশের ট্যাবলো৷ ২০১৯ সালে পশ্চিমবঙ্গের ট্যাবলো স্থান পেয়েছিল৷ একই প্রক্রিয়ায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এছাড়াও মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগড়, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, ওডিশা, পঞ্জাবের মতো বিরোধী দল শাসিত রাজ্যগুলির ট্যাবলোও রয়েছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা, ব্যাখ্যা দিয়ে জানাল কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল