কেন্দ্রের একটি সূত্রের বক্তব্য, গত কয়েক সপ্তাহ ধরেই পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে৷ মহারাষ্ট্রের সরকার নিজেদের মধ্যেই ঝগড়ায় ব্যস্ত৷ যার নির্যাস, কোন মন্ত্রীকে কোন দফতর দেওয়া হবে, তাও ঠিক করে উঠতে পারছে না মহারাষ্ট্রের জোট সরকার৷
এই বিরোধীদলগুলি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকেই ছোট করার চেষ্টা করছে৷ কেন্দ্রের বক্তব্য, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কোন কোন ট্যাবলো যাবে, তা একটি সুসংহত প্রক্রিয়ায় বাছাই করা হয়৷ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক দেশের সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলকে ট্যাবলো প্রস্তাবের জন্য নিমন্ত্রণ জানায়৷ সব রাজ্যগুলি ট্যাবলো প্রস্তাব পাঠানোর পর শিল্প, সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিদের একটি প্যানেল সব খতিয়ে দেখে ট্যাবলো বাছাই করে৷
advertisement
২০২০ সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে মোট ৫৬টি ট্যাবলো প্রস্তাব এসেছিল৷ তার মধ্যে ১৬টি রাজ্য ও ৬টি মন্ত্রকের ২২টি ট্যাবলো শর্টলিস্ট করা হয়৷ ৫টি বৈঠকের পর সেই তালিকা তৈরি হয়েছে৷ অনেক বিজেপি শাসিত রাজ্যেরও ট্যাবলো বাতিল করা হয়েছে ওই বৈঠকে৷ এ বারের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নেই বিজেপি শাসিত হরিয়ানা, উত্তরাখণ্ড, ত্রিপুরা, অরুণাচলপ্রদেশের ট্যাবলো৷ ২০১৯ সালে পশ্চিমবঙ্গের ট্যাবলো স্থান পেয়েছিল৷ একই প্রক্রিয়ায়৷
এছাড়াও মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগড়, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, ওডিশা, পঞ্জাবের মতো বিরোধী দল শাসিত রাজ্যগুলির ট্যাবলোও রয়েছে৷