TRENDING:

বিজেপি-র দয়ায় মুখ্যমন্ত্রী, শপথের পরই নীতীশকে কটাক্ষে ভরালেন তেজস্বী, প্রশান্ত কিশোররা

Last Updated:

দিন আরজেডি নীতীশের শপথগ্রহণ অনুষ্ঠানও বয়কট করে৷ তবে নীতীশ মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: সপ্তম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রীর পদে বসলেন নীতীশ কুমার৷ এই টানা চারবার রাজ্যের মসনদে বসলেন তিনি৷ এ দিন বিকেলেই শপথ নিয়েছেন তিনি৷ কিন্তু বিজেপি-র সমর্থনে কি কাঁটার আসনে বসলেন নীতীশ? শপথগ্রহণের পরই তেজস্বী যাদব, চিরাগ পাসোয়ান তো বটেই, এমন কি একসময়ের সহযোগী প্রশান্ত কিশোরও খোঁচা দিয়েছেন নীতীশকে৷
advertisement

বিহার নির্বাচনে আসন সংখ্যার নিরিখে তিন নম্বরে নেমে গিয়েছে নীতীশের দল জেডিইউ৷ তা সত্ত্বেও নির্বাচনের আগের প্রতিশ্রুতি রক্ষা করেই তাঁকে মুখ্যমন্ত্রী করেছে বিজেপি৷ অথচ জেডিইউ-এর থেকে অনেক বেশি আসন পেয়েছে বিজেপি৷ ফলে বিজেপি-র বদান্যতাতেই তিনি মুখ্যমন্ত্রী হতে পেরেছেন বলে নীতীশকে কটাক্ষে ভরিয়েছেন বিরোধীরা৷ নীতীশ মুখ্যমন্ত্রী হলেও তাঁর সঙ্গে দুই উপমুখ্যমন্ত্রীকে জুড়ে দেওয়া হয়েছে৷ অধ্যক্ষ পদটিও গিয়েছে বিজেপি-র হাতে৷ মন্ত্রিসভাতেও স্বভাবতই নীতীশের দাপট থাকছে৷ ফলে মুখ্যমন্ত্রীর পদে বসেও বিজেপি-র চাপ কীভাবে সামলান নীতীশ, সেটাই এখন দেখার৷

advertisement

মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর নীতীশ কুমারকে অভিনন্দন জানিয়ে তেজস্বী যাদব ট্যুইটারে লেখেন, 'শ্রদ্ধেয় নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী 'মনোনীত' হওয়ায় তাঁকে অনেক শুভেচ্ছা৷ আশা করি চেয়ারের মহাকাঙ্খার বদলে বিহারের জনতার আকাঙ্খার কথা ভাববেন এবং ১৯ লক্ষ চাকরির ব্যবস্থা করা, শিক্ষা, স্বাস্থ্য, রোজগার, ওষুধের মতো বিষয়গুলিকে সরকারের অগ্রাধিকারের তালিকায় রাখবেন৷'

advertisement

অনেকটা একই সুরে নীতীশকে বিঁধেছেন এলজেপি নেতা চিরাগ পাসোয়ানও৷ তিনি লিখেছেন, 'চার লক্ষ বিহারীর দ্বারা তৈরি করা বিহার ফাস্ট বিহারী ফাস্ট ভিশন ডকুমেন্ট পাঠালাম আপনাকে৷ যাতে সরকার পরিচালনায় আপনার সুবিধে হয়৷ মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এবং আপনাকে মুখ্যমন্ত্রী করার জন্য বিজেপি-কে অভিনন্দন জানাই৷'

আর নীতীশের দলের প্রাক্তন নেতা এবং তাঁর একদা ঘনিষ্ঠ প্রশান্ত কিশোর লিখেছেন, 'বিজেপি মনোনীত মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য নীতীশ কুমারকে অভিনন্দন৷ একে তিনি ক্লান্ত, তার উপরে রাজনৈতিক ভাবেও কোণঠাসা, ফলে আগামী কয়েকবছর দিশাহীন একটি সরকারের জন্যই ফের প্রস্তুত থাকতে হবে বিহারকে৷' তেজস্বী, প্রশান্ত কিশোররা নিজেদের অভিনন্দন বার্তায় 'মনোনীত' মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করে নীতীশের কাঁটা ঘায়ে যেন আরও নুন ছিঁটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

অন্যদিকে আরজেডি সাংসদ মনোজ ঝা দাবি করেছেন, কয়েক মাসেই ভেঙে যাবে নীতীশ কুমারের সরকার৷ এ দিন আরজেডি নীতীশের শপথগ্রহণ অনুষ্ঠানও বয়কট করে৷ তবে নীতীশ মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিহারের উন্নয়নে কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি৷

বাংলা খবর/ খবর/দেশ/
বিজেপি-র দয়ায় মুখ্যমন্ত্রী, শপথের পরই নীতীশকে কটাক্ষে ভরালেন তেজস্বী, প্রশান্ত কিশোররা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল