বারাক 8 যা LR-SAM বা MR-SAM এবং Barak MX নামেও পরিচিত, একটি ভারত-ইজরায়েল যৌথভাবে তৈরি সারফেস-টু-এয়ার মিসাইল (SAM) সিস্টেম, যেটি অত্যন্ত শক্তিশালী। সর্বাধিক ৭০ কিলোমিটার পাল্লা বিশিষ্ট বারাক-৮ (Barak-8) ক্ষেপণাস্ত্র নিয়ে গঠিত এই অত্যাধুনিক সিস্টেম যৌথভাবে তৈরি করেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও (DRDO) এবং ইজরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ।
আরও পড়ুন– নাগাড়ে চলছে গোলাবর্ষণ ! রাজৌরিতে পাক গোলায় নিহত সরকারি আধিকারিক
advertisement
এটিই ভারতীয় বায়ুসেনার (IAF) হাতে আসা প্রথম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম। এই ক্ষেপণাস্ত্রের অন্য একটি সংস্করণ দীর্ঘদিন ধরেই ব্যবহার করেছে ভারতীয় নৌসেনা। বর্তমানে এই মিসাইল সিস্টেম ভারতের বহু যুদ্ধজাহাজে অন্তর্ভুক্ত ও মোতায়েন করা হয়েছে। নৌসেনা ব্যবহৃত সংস্করণটি হল দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র (LRSAM)। পাশাপাশি, ভারতীয় স্থলবাহিনীও এই বারাক-৮ মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।
Barak 8 MRSAM-কে বিশ্বের অন্যতম সেরা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশের আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থায় এই অস্ত্রটি ‘গেম-চেঞ্জার’ হিসেবে প্রমাণিত হবে।
Barak-8 MRSAM-এর প্রধান বৈশিষ্ট্য –
এটি একটি মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র সিস্টেম। ৫০ থেকে ৭০ কিলোমিটার পাল্লার পরিসরে যে কোনও শত্রু বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার ক্ষমতা রয়েছে।
আরও পড়ুন- অস্বস্তিকর গরম ! তাপপ্রবাহের সতর্কতা, বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস আবহাওয়া দফতরের? জেনে নিন
এটি একটি উন্নত সিস্টেম যা দেশের আকাশপথে প্রবেশ করা শত্রুপক্ষের যে কোনও বস্তুকে নির্ভুলভাবে ধ্বংস করতে সক্ষম।
এই ক্ষেপণাস্ত্রে রয়েছে সর্বাধুনিক অ্যারে রেডার, উন্নত রেডিও ফ্রিকোয়েন্সি সিকার বিশিষ্ট ইন্টারসেপ্টর, কমান্ড এবং কন্ট্রোল এবং ভ্রাম্যমান লঞ্চার থেকে নিক্ষেপের সুবিধা।
ডিআরডিও এবং ইজরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ যৌথভাবে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করেছে। এর পাশাপাশি, এই প্রকল্পের সঙ্গে জড়িত অন্যান্য সংস্থাগুলির মধ্যে রয়েছে — ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL), লারসেন অ্যান্ড টুব্রো (L&T) এবং ভারত ডায়নামিক্স লিমিটেড (BDL) এবং ইজরায়েলি প্রতিরক্ষা সংস্থা রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম।
