গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় যে হামলা চালানো হয়েছিল, তারই জবাব হিসাবে এদিন জইশ এবং লস্কর হেড কোয়ার্টার্স লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইলে হামলা চালিয়েছে ভারত৷
প্রত্যাঘ্যাতের পরে প্রথম প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত৷ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যুত্তর এই অপারেশন সিঁদুর’৷
advertisement
তিনি জানান, ‘মোদির সরকার ভারত এবং ভারতের উপরে চালানো যে কোনও হামলার যোগ্য জবাব দিতে প্রস্তুত৷ সন্ত্রাসবাদকে শিকড় থেকে নির্মূল করতে ভারত বদ্ধপরিকর’৷
পহেলগাঁও হামলার প্রত্যাঘাত হিসাবে মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় মিসাইল৷ ভারতের এই প্রত্যাঘাত অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর৷
পাক অধিকৃত কাশ্মীরের মুরিদকে, কোতলি, মুজফফরবাদ এবং বাহাওয়ালপুরে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁত হামলা চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয় বলে খবর৷ এয়ার টু সারফেস মিসাইল ব্যবহার করে এই সফল হামলা চালানো হয়েছে বলেই জানা গিয়েছে৷