TRENDING:

Operation Sindoor: কাসভ-সহ ২৬/১১ হানার সব জঙ্গি প্রশিক্ষিত এখানেই! অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে গেল লাহৌরের কাছেই জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র মুরিদকে! ধূলিসাৎ আরও ৮ ঘাঁটি

Last Updated:

Operation Sindoor: পাকিস্তানের পঞ্জাব প্রদেশে লাহৌরের কাছে অন্যতম জঙ্গিঘাঁটি মুরিদকে৷ গত কয়েক বছর ধরে এই নাম পরিচিত লস্কর-এ-তৈবার স্নায়ুকেন্দ্র বলে পরিচিত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: পহেলগাঁও সন্ত্রাসের প্রত্যাঘাত হানল ভারত৷ মঙ্গল এবং বুধবারের সন্ধিক্ষণে গভীর রাতে মিসাইলহানায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গি ঘাঁটি৷ ‘অপারেশন সিঁদুর’-এ বেছে বেছে নিশানা করা হয়েছে জঙ্গি ঘাঁটি এবং প্রশিক্ষণ শিবিরগুলি৷ ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে লস্কর-এ-তৈবা এবং জৈশ-এ-মহম্মদের জঙ্গি শিবিরগুলি ধ্বংস করা হয়েছে৷ ভারতীয় সেনা ৯ টি শিবির ধ্বংস করেছে৷ তার মধ্যে ৪ টি পাকিস্তানে৷ সেগুলি হল বাহাওয়ালপুর, মুরিদকে, শিয়ালকোট এবং আরও একটি গোপন ঘাঁটি৷ বাকি ৫ টি শিবির পাকিস্তান অধিকৃত কাশ্মীরে৷ প্রতিরক্ষা মন্ত্রক তরফে জানানো হয়েছে পাকিস্তান সেনার কোনও অংশকে নিশানা করা হয়নি৷ আক্রমণের লক্ষ্যবস্তু এবং হামলার প্রক্রিয়ার ব্যাপারে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে৷
যে ঘাঁটিগুলি ধ্বংস করা হয়েছে, তার মধ্যে সবথেকে হাই প্রোফাইল হল মুরিদকে
যে ঘাঁটিগুলি ধ্বংস করা হয়েছে, তার মধ্যে সবথেকে হাই প্রোফাইল হল মুরিদকে
advertisement

গোয়েন্দাদের দাবি, যে ঘাঁটিগুলি ধ্বংস করা হয়েছে, তার মধ্যে সবথেকে হাই প্রোফাইল হল মুরিদকে৷ পাকিস্তানের পঞ্জাব প্রদেশে লাহৌরের কাছে অন্যতম জঙ্গিঘাঁটি মুরিদকে৷ গত কয়েক বছর ধরে এই নাম পরিচিত লস্কর-এ-তৈবার স্নায়ুকেন্দ্র বলে পরিচিত৷ গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ২০০০ সালে প্রতিষ্ঠিত মুরিদকে মরকজ জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র বলে পরিচিত৷ এখানকার ছাত্রদের মধ্যে মৌলবাদ প্রোথিত করে তাদের জঙ্গি কার্যকলাপে যোগ দিতে উৎসাহ দেওয়া হয়৷ মুরিদকে একাধারে লস্কর-এ-তৈবার মতবাদ প্রচারকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিকদের থাকার জায়গা, অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র এবং কর্মী নিয়োগ কেন্দ্র৷

advertisement

অন্যদিকে আট্টারি-ওয়াঘা সীমান্ত থেকে ২৫-৩০ কিলোমিটার দূরে মরকজেও প্রতি বছর হাজারের কাছাকাছি শিক্ষানবিশ নেওয়া হয় বিভিন্ন কোর্সে৷ গোয়েন্দা সূত্রে খবর, লস্কর-এ-তৈবার বিভিন্ন সন্ত্রাসবাদী কাজ সম্পন্ন করে এখান থেকে শিক্ষাপ্রাপ্তরা৷ গোয়েন্দা সূত্রে খবর, মরকজ তৈবা কমপ্লেক্সে অতিথিশালা ও ধর্মীয় স্থান নির্মাণে ১০ মিলিয়ন অর্থ অনুদান দিয়েছিলেন স্বয়ং ওসামা বিন লাদেন৷

আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’ কীভাবে হল? ব্যবহৃত অস্ত্র, সময়সীমা নিয়ে জানুন এক্সক্লুসিভ তথ্য

advertisement

গোয়েন্দাদের দাবি, আজমল কাসভ-সহ ২৬-১১ হামলার বাকি জঙ্গিও প্রশিক্ষিত হয় এখানে৷ তাদের এই প্রশিক্ষণের পোশাকি নাম ‘দৌড়া-এ-রিব্বাফ’৷ এছাড়াও সন্ত্রাসবাদী ডেভিড কোলম্যান হেডলি, তাহাউর হসেইন রানার মতো জঙ্গিরা মুরিদকেতে এসেছেন জাকির-উর-রহমান লখভির নির্দেশে৷

লাহৌর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে প্রধান সড়কের ধারে মরকজ গত শতকের আটের দশকে আদতে তৈরি হয়েছিল সোভিয়েত রাশিরায় আফগান জিহাদিদের পাশে থাকতে৷ পরবর্তীতে ক্রমে এটা পরিণত হয় ভারতবিরোধী কাজের ঘাঁটিতে৷ ৯-১১ জঙ্গি হামলার পর আন্তর্জাতিক চাপের মুখে লস্কর-এ-তৈবাকে নিষিদ্ধ করে পাকিস্তান৷ সে সময় মরকজ পরিণত হয় জামাত-উদ-দাওয়ায়৷ এই মর্মে প্রতিবেদন প্রকাশিত হয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন রুখতে লস্কর-এ-তৈবা তৈরি হয় হাফিজ মহম্মদ, জাফর ইকবাল এবং আবদুল্লাহ আজমের হাতে৷ এর ছাতা সংগঠন মরকজ-উদ-দাওয়া-ওয়াল-ইরশাদ প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৮৭ সালে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Operation Sindoor: কাসভ-সহ ২৬/১১ হানার সব জঙ্গি প্রশিক্ষিত এখানেই! অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে গেল লাহৌরের কাছেই জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র মুরিদকে! ধূলিসাৎ আরও ৮ ঘাঁটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল