EXCLUSIVE: ‘অপারেশন সিঁদুর’ কীভাবে হল? ব্যবহৃত অস্ত্র, সময়সীমা নিয়ে জানুন এক্সক্লুসিভ তথ্য
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
How Was Operation Sindoor Executed: জানা গিয়েছে যে, বুধবার রাতে ভারতীয় সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদী শিবিরগুলিতে নির্ভুল হামলা চালিয়ে পহেলগাঁও হামলার প্রতিশোধ নিয়েছে। বাহিনী প্রতিশোধমূলক অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর, নামটি অনুমোদন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি।
Story-Manoj Gupta: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেই দিয়েছিলেন যে সন্ত্রাসবাদীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করা হবে। বুধবার রাতের অপারেশন সিঁদুর সে কথাই অক্ষরে অক্ষরে সত্য প্রমাণ করে দিল। লাইন অফ কন্ট্রোল অতিক্রম না করেও পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে সফল অভিযান চালাল ভারত। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে নির্দোষ পর্যটক হত্যার প্রতিদান দেওয়া হল। (Photo: AP)
advertisement
advertisement
advertisement
advertisement
"নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছিল। আর্টিলারি স্মার্ট গোলাবারুদ, আরপিএ, যুদ্ধবিমান। ৯টি লক্ষ্যবস্তু ছিল - ২টি ভারতীয় বিমানবাহিনীর এবং ৭টি সেনাবাহিনীর। আমরা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করিনি। লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য নির্দিষ্ট নেভিগেশন সিস্টেম ছিল। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করেই অভিযানটি যোগাযোগবিহীন প্রকৃতির ছিল। একে যোগাযোগবিহীন কাইনেটিক অ্যাকশন বলা হয়। অভিযানটি রাত ১টা থেকে ১.৩০টার মধ্যে পরিচালিত হয়েছিল", কর্মকর্তা বলেন। (Photo: AP)
advertisement
মধ্যরাতের পর ভারতীয় সেনাবাহিনী তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে আক্রমণের কথা ঘোষণা করে। জানা গিয়েছে যে পুরো অভিযানটি প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে পরিচালিত হয়েছিল। পাকিস্তান তার মাটিতে সন্ত্রাসবাদী শিবির স্থাপনের কথা অস্বীকার করেছে, বলাই বাহুল্য। সেই সঙ্গে, ইসলামাবাদ দাবি করেছে যে ভারত কোনও প্রমাণ ছাড়াই অসামরিক এলাকায় হামলা চালিয়েছে। শুধু তা-ই নয়, প্রতিবেশী দেশ এই ভুয়ো খবরও ছড়িয়েছে যে তারা ভারতীয় বিমান ভূপাতিত করেছে, কিন্তু তাদের এই দাবির সপক্ষে কোনও প্রমাণ দেওয়া হয়নি। (Photo: AP)
advertisement
advertisement