স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘গতকাল ওরা (কংগ্রেস) প্রশ্ন তুলেছিল জঙ্গিরা কোথা থেকে এসেছে, এর জন্য কারা দায়ী৷ অবশ্যই, এই দুর্ঘটনা রুখতে না পারার জন্য আমরা দায়ী৷ আমরা সরকারে রয়েছি৷’’
শাহ বলেন, ‘‘চিদাম্বরম জি প্রশ্ন তুলেছেন, কী প্রমাণ আছে যে জঙ্গিরা পাকিস্তান থেকেই এসেছিল? আমি ওঁরে প্রশ্ন করতে চাই পাকিস্তানকে বাঁচিয়ে আপনার কী লাভ? উনি যখনই এইপ্রশ্ন তুলছেন, তাঁর অর্থ দাঁড়াচ্ছে, তিনি আদতে পাকিস্তানকেই ক্লিন চিট দিতে চাইছেন৷’’
advertisement
শাহ জানান, ‘‘আমাদের কাছে ওদের (পাকিস্তানের) ভোটার আইডি কার্ডের নম্বর রয়েছে৷ রাইফল, কার্টিজ যেগুলো ওরা ব্যবহার করেছিল সব পাকিস্তানে তৈরি৷ ওদের কাছে পাকিস্তানের চকোলেটও মিলেছে৷ ’’
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে সোমবার জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং সেনাবাহিনী একসাথে অপারেশন মহাদেব পরিচালনা করে। জঙ্গি সুলেমান, জিবরান এবং আফজল নিহত হয়।
সন্ত্রাসীদের কাছ থেকে তিনটি রাইফেল উদ্ধার করা হয়েছে। যে রাইফেল দিয়ে পহেলগাঁও হামলা চালানো হয়েছিল সেগুলিও সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, সন্ত্রাসীদের কাছ থেকে এম৯ আমেরিকান রাইফেল এবং দুটি একে-৪৭ উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার হওয়া শেল এবং কার্তুজ বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন। নিশ্চিত হয়েছেন যে এই অস্ত্র দিয়েই পহেলগাঁওয়ে হামলা চালানো হয়েছিল।