TRENDING:

Operation Kaveri: অপারেশন কাবেরি সম্পর্কে জানেন? ৩০০০ ভারতীয়কে উদ্ধার করে আনা হল, শুনলে চমকে উঠবেন

Last Updated:

Operation Kaveri: বুধবারের উড়ানে ফিরলেন ২৩১ জন, সুদান থেকে উদ্ধার করা হল তিন হাজার ভারতীয়কে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : সুদানে আটকে পড়া আরও ২৩১ জন  ভারতীয়কে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হল। তাঁদের ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে সৌদি আরবের জেড্ডা থেকে মুম্বই নিয়ে আসা হয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো  হয়েছে, এই নিয়ে মোট ৩০০০ ভারতীয়কে যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে দেশে ফিরিয়ে আনা হল।
অপারেশন কাবেরি!
অপারেশন কাবেরি!
advertisement

অন্তত ৩৫০০ জন ভারতীয় এবং ১০০০ জন ভারতীয় বংশোদ্ভূত আটকে ছিলেন সুদানে। দিন পাঁচেক আগেই একথা জানিয়েছিলেন বিদেশ সচিব বিনয় কোয়াত্রা। একইসঙ্গে তিনি আশ্বস্ত করেছিলেন, গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানের পরিস্থিতির উপরে প্রতিনিয়ত নজর রাখছে ভারত সরকার।

আর বিদেশ মন্ত্রকের এই তথ্য যে পুরোপুরি ঠিক তার প্রমান সুদান থেকে দেশে ফেরা ভারতীয়দের নিয়ে বিমান বাহিনীর ১২ তম উড়ান। বুধবার যাতে মুম্বইয়ে এলেন ২৩১ জন।

advertisement

আরও পড়ুন: সাতসকালে তৃণমূল নেতার বাড়িতে ঢুকে পড়ল ইনকাম ট্যাক্স অফিসাররা! তোলপাড় বাংলা

দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বুধবার টুইট করে সুদান থেকে ভারতে ফেরা ২৩১ জন দেশবাসীর প্রসঙ্গ উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, এই নিয়ে বারোতম উড়ান নির্বিঘ্নে জেড্ডা থেকে রওয়ানা হয়ে ভারতে আসল। এই উদ্ধারকাজকে ভারত সরকার নাম দিয়েছে অপারেশন কাবেরী।

advertisement

উদ্ধার অভিযানে আটকে পড়া ভারতীয়দের প্রথমে বাসে পোর্ট সুদানে নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে নৌবাহিনীর জাহাজ অথবা বিমান বাহিনীর বিশেষ উড়ানে আনা হচ্ছে জেড্ডায়। এরপর জেড্ডা থেকে বিমান বাহিনীর উড়ানে তাঁদের দেশে ফেরানো হচ্ছে।

আরও পড়ুন: প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে মোখা! কেমন দুর্যোগ হবে বাংলার জেলায়? তুমুল সতর্কতা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই বিশেষ অভিযানের জন্য জেড্ডা ও পোর্ট সুদানে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। তাঁরা ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। অবশ্য বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে সুদানের আরতীয় দূতাবাস আপাতত সে দেশের রাজধানী থেকে সরিয়ে পোর্ট সুদানে নিয়ে আসা হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

বাংলা খবর/ খবর/দেশ/
Operation Kaveri: অপারেশন কাবেরি সম্পর্কে জানেন? ৩০০০ ভারতীয়কে উদ্ধার করে আনা হল, শুনলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল