আরও পড়ুন- বোমার শব্দে আতঙ্কে সারমেয়, পোষ্যকে ফেলে ভারতে ফিরতে নারাজ পড়ুয়ার সাহায্যের আর্তি
advertisement
রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে ভারতের দ্বিতীয় বিমান, AI1942 ইউক্রেনে আটকে পড়া ২৫০ ভারতীয় নাগরিককে নিয়ে রবিবার ভোরেই দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিমানবন্দরে (Operation Ganga) আগতদের গোলাপ দিয়ে স্বাগত জানান।
এয়ার ইন্ডিয়ার তৃতীয় ফ্লাইট, AI1940 হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে রওনা হয়েছিল, রবিবার দিল্লিতে পৌঁছেছে সেটিও। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বুদাপেস্ট থেকে ২৪০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে ‘অপারেশন গঙ্গা’-র তৃতীয় ফ্লাইটের ছবি ট্যুইট করেছেন।
আরও পড়ুন- অবশেষে রোমানিয়া থেকে বিমানে দিল্লি পাড়ি দুর্গাপুরের নেহা খান, জিনাত আলমদের
ভারত শনিবার রাশিয়ার সামরিক অভিযানের জেরে ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে শুরু করেছে, প্রথম ফ্লাইট, AI1944, সন্ধ্যায় বুখারেস্ট থেকে মুম্বইতে ২১৯ জনকে ফিরিয়ে এনেছে।
২৪ ফেব্রুয়ারি সকাল থেকেই রাশিয়ার সামরিক আক্রমণ শুরুর পরই ইউক্রেনের আকাশসীমা অসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তাই, ভারতীয় বিমানগুলি বুখারেস্ট এবং বুদাপেস্ট থেকে ওঠানামা করছে (Operation Ganga)।
যে ভারতীয় নাগরিকরা ইউক্রেন-রোমানিয়া সীমান্ত এবং ইউক্রেন-হাঙ্গেরি সীমান্তে পৌঁছেছেন তাদের ভারতীয় সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় সড়কপথে বুখারেস্ট এবং বুদাপেস্টে নিয়ে যাওয়া হয়েছিল যাতে সকলকে এয়ার ইন্ডিয়ার বিমানে তুলে সরিয়ে নেওয়া যায়। সরকার উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকদের থেকে কোনও বিমানভাড়া নিচ্ছে না বলেই জানিয়েছেন কর্মকর্তারা।