TRENDING:

কসাইখানা চালানোর ভুয়ো খবরে রণক্ষেত্র উত্তরপ্রদেশ, মৃত ১ পুলিশ অফিসার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: বেআইনি ভাবে চলছে কসাইখানা ৷ এমনই একটি ভুয়ো খবরে রণক্ষেত্র হয়ে উঠল উত্তরপ্রদেশের বুলন্দশহর ৷ প্রতিবাদীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ ৷ পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ল প্রতিবাদকারীরা ৷ ঘটনাস্থলেই মৃত্যু এক দায়িত্বরত পুলিশ অফিসারের ৷ জখম ২ ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে ৷
advertisement

বুলন্দশহরে চিঙরাওয়াঠি ক্রসিংয়ে বেআইনিভাবে চলছিল কসাইখানা ৷ ঘটনাস্থলের কাছেই কিছু মৃত পশুর দেহাবশেষও দেখা গিয়েছে ৷ ৷ স্থানীয়দের থেকে সেই অভিযোগ পেতেই কসাইখানা বন্ধ করতে অভিযান চালায় বিশাল পুলিশ বাহিনী ৷  পুলিশদের সঙ্গে ছিলেন স্থানীয় বাসিন্দারাও ৷ কিন্তু এলাকাতে ঢুকতেই বিক্ষোভের মুখে পড়ে পুলিশ ৷ পুলিশের গাড়ি এবং বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বুলন্দশহরের এএসপি সুবোধ কুমার সিংয়ের ৷ মৃত্যু হয়েছে আরও এক প্রতিবাদীর ৷ জখম হয়েছেন ২ জন ৷ পুলিশও পাল্টা লাঠিচার্জ করে প্রতিবাদীদের উপর ৷

advertisement

আরও পড়ুন: ৮ মাস আগেই আয়কর বিভাগের হাতে নীরব মোদির জালিয়াতির তথ্য ছিল : রিপোর্ট

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বুলন্দশহরের জেলা প্রশাসক অনুজ ঝা বলেন, ‘সোমবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ এলাকাতে ঢুকতেই প্রথমে কিছু প্রতিবাদকারীরা রাস্তা অবরোধ করে ৷ এরপর পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে প্রতিবাদকারীরা ৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কসাইখানা চালানোর ভুয়ো খবরে রণক্ষেত্র উত্তরপ্রদেশ, মৃত ১ পুলিশ অফিসার