আরও পড়ুন: সংসদে হাতাহাতি কাণ্ডে রাহুলের বিরুদ্ধে পাল্টা স্বাধিকার ভঙ্গের নোটিশ বিজেপির
অধিবেশন চলাকালীন প্রশ্নোত্তর পর্বে, স্পিকার ওম বিড়লা দেশের আইনমন্ত্রী অর্জুন মেঘওয়ালকে সংবিধানের ১২৯তম সংশোধনী বিল ২০২৪ এবং কেন্দ্রশাসিত অঞ্চল (সংশোধনী) বিল ২০২৪ সংসদের যৌথ কমিটিতে পর্যবেক্ষণের জন্য পাঠানোর প্রস্তাব দেন। শুক্রবারেও বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয় সংসদ। এর মাঝেই ধ্বনি ভোটের মাধ্যমে পাস হয় এই সিদ্ধান্ত। সংসদের যৌথ কমিটি গঠনের পাশাপাশিই এবারের মতন শেষ হয়ে গেল শীতকালীন অধিবেশন।
advertisement
আরও পড়ুন: সংসদে হাতাহাতি কাণ্ডে FIR দায়ের, গ্রেফতার হবেন রাহুল? কী শাস্তি হতে পারে?
৩৯ জনের এই কমিটিতে লোকসভার ২৭ জন সাংসদ এবং রাজ্যসভার মোট ১২জন সদস্য থাকছেন।
সংসদ সূত্রের খবর, লোকসভার সদস্যদের মধ্যে, ১৭ জন রয়েছেন বিজেপির ন্যাশনাল ডেমক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)-এর ১২ জন সাংসদ। এই কমিটিতে থাকা সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল বিজেপির অনুরাগ ঠাকুর এবং কংগ্রেসের প্রিয়ঙ্কা গান্ধী।