‘এক দেশ, এক ভোট’ নীতিকে লাগু করতে বরাবর সওয়াল করেছে বিজেপি সরকার। সূত্রের খবর, আগামী ১৩ এবং ১৪ ডিসেম্বর লোকসভার কক্ষে সমস্ত সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে বিজেপি। বুধবার এই নীতি নিয়ে জোর কদমে সওয়াল করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তাঁর মতে, বার বার ভোট হওয়ায় তা দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করছে।
advertisement
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ‘‘ভারতের অগ্রগতি ও উন্নয়নে একটা বাধা আছে, তা হল ঘন ঘন নির্বাচন। দেশে অন্য কোনও ঘটনা ঘটুক বা না ঘটুক, কিন্তু পাঁচ বছর বারো মাস ধরে নির্বাচনী প্রস্তুতি চলে। লোকসভা নির্বাচন শেষ হলে বিধানসভা নির্বাচন আসে। হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড হয়ে গেছে, এখন দিল্লি বিধানসভা নির্বাচন আসছে।” বলেন তিনি।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 12, 2024 3:57 PM IST