গত ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে ৬ জন করোনা ভাইরাস আক্রান্ত ছিলেন৷ মাত্র দু দিনেই তা তা বেড়ে হয়ে গেল ২৯৷ বুধবার রাতে একটি ভারতীয় ই-কমার্স সংস্থা জানায়, তাদের গুরগাঁও অফিসে এক কর্মীর দেহে মিলেছে নোভেল করোনা ভাইরাস৷ এরপরেই দেশে আক্রান্তের সংখ্যা ২৯ হয়ে গিয়েছে৷ সংস্থা জানিয়েছে, কয়েক দিন আগেই ওই কর্মী ইতালি গিয়েছিলেন বেড়াতে৷ সেখান থেকে ফিরেই শরীর খারাপ হয়৷ পরীক্ষায় দেখা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত৷
advertisement
এ হেন অবস্থায় করোনা থেকে বাঁচতে একাধিক সতর্কতা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী একগুচ্ছ সতর্কতা ও পরামর্শ দিলেন করোনা নিয়ে৷ তিনি জানিয়েছেন, ভারতে করোনা ভাইরাসের প্রভাব রুখতে ৭৭টি বন্দরে সতর্কতা জারি করা হয়েছে৷ সতর্কতা জারি করা হয়েছে ২১টি বিমানবন্দরেও৷ সব বিদেশি যাত্রীর স্ক্রিনিংয়ের পরেই বিমানবন্দর থেকে বেরনোর অনুমতি দেওয়া হচ্ছে৷ সব কটি আন্তর্জাতিক বিমানেও চলছে নজরদারি৷
হর্ষবর্ধনের কথায়, 'আতঙ্কের কারণ নেই৷ ২ সপ্তাহ আইসোলেশন বাধ্যতামূলক৷ ৩ হাজার জনের স্ক্রিনিং হয়েছে৷ দিল্লিতে ৭ জন করোনা আক্রান্ত৷ এর মধ্যে ৬ জন আগ্রার৷ প্রথম পর্যায়ে ১৫টি ও দ্বিতীয় পর্যায়ে ১৯ করোনা-ল্যাব তৈরি করা হচ্ছে৷ সব মিলিয়ে দেশে ৩৪টি করোনা ল্যাব থাকছে৷ কেরলে যে ৩ জনের দেহে করোনা ভাইরাস মিলেছিল, তাঁরা এখন সুস্থ৷'
করোনা ঠেকাতে ইতিমধ্যে হোলি খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ হায়দরাবাদে তথ্যপ্রযুক্তি তালুকে কয়েকটি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে করোনার জেরে৷