সূত্রের খবর, নৌসেরার কালাল এলাকায় যখন ভারতীয় সেনা সীমান্ত পাহারা দিচ্ছিল সেই সময় তাঁরা অনুপ্রবেশের খবর পায়। সেই খবর পাওয়া মাত্রই এলাকায় তল্লাশি চালানো শুরু হয়। তল্লাশির সময়েই সংঘর্ষে ভারতীয় সেনার এক জওয়ান আহত হন।
আরও পড়ুন: ছি! ফলের রসে মেশানো হচ্ছিল বিশেষ তরল, দেখলেই গা ঘিনঘিন করবে! ধৃত ব্যবসায়ী
advertisement
গত সপ্তাহেই নৌসেরাতেই এক জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল। এই নিয়ে দ্বিতীয়বার ওই এলাকায় জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটল। ের আগেও গত ৯ই সেপ্টেম্বর আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত কয়েকজন জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনাবাহিনী।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে জুতো নিয়ে সহযাত্রীর দিকে ছুটে গেলেন মহিলা, লোকাল ট্রেনে এ কী দৃশ্য
সীমান্ত এলাকায় জঙ্গিদের দেখা মাত্র তাঁদের দিকে এগিয়ে যায় সেনা। জঙ্গিরা গুলি চালায়, প্রত্যুত্তরে পাল্টা গুলি ছোড়ে সেনাবাহিনী। এই গুলি যুদ্ধে এক জওয়ান গুরুতর আহত হয়েছেন। এর আগে গতকাল অর্থাৎ ১৩ই সেপ্টেম্বর বারামুলাতেও জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে অপারেশন চালানোর সময় সংঘর্ষে মোট পাঁচ জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছিল ভারতীয় সেনা। উপত্যকাজুড়েই জঙ্গি নিকেশ করতে অপারেশন আরও জোরদার হবে বলে জানানো হয়েছে সেনার তরফে।