প্রচারের জন্যই তিনি হাজির হয়েছিলেন আমেঠির মুন্সিগঞ্জে। সেখানেই প্রচারের মাঝে খবর পান স্থানীয় পশ্চিম দুয়ারা গ্রামে আগুন লেগেছে। অপেক্ষা না করে সেখানেই ছুটে যান স্মৃতি। সেখানে পৌঁছে খানিকটা আগুন নেভানোর তদারকি করেন। এরপর নিজেি আগুন নেভানোর কাজে হাত লাগান ৷
গ্রামের টিউবওয়েল থেকে পাত্রে জল ভরতেও দেখা যায় তাঁকে ৷ এভাবে কেন্দ্রীয় মন্ত্রীকে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়তে দেখে তৎপর হল বিজেপি’র কর্মী-সমর্থকরা ৷
advertisement
উল্লেখ্য, ওই কেন্দ্রের সাংসদ রাহুল গান্ধি ৷ ২০১৪ সালে বিজেপির স্মৃতি ইরানিকে হারিয়েই তৃতীয়বারের জন্য সাংসদ হয়েছিলেন রাহুল। যদিও ২০০৯-এর চেয়ে ২০১৪ সালে স্মৃতির টক্করের জেরে লিড কমেছিল রাহুলের। এ বারও স্মৃতি উপর ভরসা রেখেছে বিজেপি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 28, 2019 9:31 PM IST