নোটবন্দির দু’বছর পূর্তিতেই মোদি সরকারের বিরুদ্ধে ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ট্যুইটে মোদির নোটবন্দির সিদ্ধান্তকে বিপর্যয় বলেই বর্ণনা করেছেন মমতা ৷ সঙ্গে ৮ নভেম্বর দিনটিকে ‘কালো দিন’ বলে চিহ্নিত করেছেন ৷
তবে মোদি সরকারের নোটবন্দির সিদ্ধান্ত নিয়ে ট্যুইটারে রীতিমতো ব্যাট ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ দ্বিতীয় বর্ষপূর্তিতে নোটবন্দির সাফল্য তুলে ধরতে তৎপর কেন্দ্রীয় সরকার। মোদি সরকারের সিদ্ধান্ত নিয়ে ব্যাট ধরেছেন কেন্দ্রীয় অথর্মন্ত্রী অরুণ জেটলি। টুইটে লিখেছেন,
advertisement
নোটবন্দি ও জিএসটির সুফল মিলেছে। কালো টাকা ফেরাতেই আইন মেনে পদক্ষেপ করা হয়েছিল। এর ফলে, ডিজিটাল লেনদেন বেড়েছে। বেড়েছে করদাতার সংখ্যাও। সেই টাকা উন্নয়নের কাজে ব্যবহার করা হচ্ছে। চলতি আর্থিক বছরে ২০.২ % হারে কর জমা বেড়েছে। কর্পোরেট কর বেড়েছে ১৯.৫%।