আরও পড়ুন- অপরাজিতর মতো ছবি বানাতে সাহস লাগে! সত্যজিতের ভূমিকায় জিতু কেমন, কী বলছেন সায়নী
কে কে এই তিন ছবির পরিচালসক? পরিচালকের সঙ্গে তাঁর কাজ নিয়ে ছবি বানাতে চলেছেন অঞ্জন দত্ত। খারিজ ছবিটিকে নবরূপে নির্মাণ করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়৷ মৃণাল সেনের শতবর্ষে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিও আসছে৷ শনিবার মৃণালের জন্মদিনেই ছবির পোস্টারটি টুইটারে ভাগ করে নিয়েছেন সৃজিত। সঙ্গে লিখেছেন, ‘সেই লকডাউনের সময় থেকেই অপেক্ষায় ছিলাম। শতবর্ষ উদ্যাপন শুরুর পরে অবশেষে এল সেই দিন। আন্তর্জাতিক ছবির দুনিয়া পাল্টে দিতে চাওয়াএক মানুষের একশো বছর পালন করছি আমরা।’ সেই ছবির পোস্টারের ছবিও ভাগ করে নিয়েছেন তিনি৷
advertisement
কুণাল সেন লিখেছেন, ‘কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির নাম ‘পালান’। কৌশিকের এই ছবিতে বাবার তৈরি ‘খারিজ’ ছবির চরিত্রদের ৪০ বছর এগিয়ে দিয়ে গল্প তৈরি হয়েছে। সৃজিত তৈরি করছেন বাবা জীবনের উপর নির্ভর করা কাল্পনিক বায়োপিক। নাম ‘পদাতিক’। আর অঞ্জন দত্ত তৈরি করছেন একটি পার্সোনাল ফিচার ফিল্ম। বাবা ও অঞ্জন দত্তর ব্যক্তিগত কথোপকথোনের উপর নির্ভর করে তৈরি হয়েছে এই ছবি। অঞ্জন দত্ত আমার বাবার ছবি চালচিত্রে কাজ করেছিলেন। আমি এই তিনটে ছবি দেখার জন্য অপেক্ষা করছি।’