TRENDING:

ভুবন সোমের স্রষ্টাকে টলিউডের শ্রদ্ধা! শতবর্ষে ফিরে আসছে মৃণাল সেনের তিন ছবি, নির্মাতা কারা?

Last Updated:

Mrinal Sen: ‘আজ বাবা থাকলে বয়স হত ৯৯ । পরিচালক এবং মানুষ হিসেবে পরিপূর্ণ জীবন কাটিয়ে গিয়েছেন। শতবর্ষের কাছাকাছি এসে পরিচালক হিসেবে তাঁর সেরা প্রাপ্তি ঘটতে চলেছে। তিন-তিনটি ছবি তৈরি হতে চলেছে তাঁর জীবন ও কাজকে উদযাপন করে।’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

আরও পড়ুন- অপরাজিতর মতো ছবি বানাতে সাহস লাগে! সত্যজিতের ভূমিকায় জিতু কেমন, কী বলছেন সায়নী

কে কে এই তিন ছবির পরিচালসক?  পরিচালকের সঙ্গে তাঁর কাজ নিয়ে ছবি বানাতে চলেছেন অঞ্জন দত্ত। খারিজ ছবিটিকে নবরূপে নির্মাণ করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়৷ মৃণাল সেনের শতবর্ষে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিও আসছে৷  শনিবার মৃণালের জন্মদিনেই ছবির পোস্টারটি টুইটারে ভাগ করে নিয়েছেন সৃজিত। সঙ্গে লিখেছেন, ‘সেই লকডাউনের সময় থেকেই অপেক্ষায় ছিলাম। শতবর্ষ উদ্‌যাপন শুরুর পরে অবশেষে এল সেই দিন। আন্তর্জাতিক ছবির দুনিয়া পাল্টে দিতে চাওয়াএক মানুষের একশো বছর পালন করছি আমরা।’ সেই ছবির পোস্টারের ছবিও ভাগ করে নিয়েছেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

কুণাল সেন লিখেছেন, ‘কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির নাম ‘পালান’। কৌশিকের এই ছবিতে বাবার তৈরি ‘খারিজ’ ছবির চরিত্রদের ৪০ বছর এগিয়ে দিয়ে গল্প তৈরি হয়েছে। সৃজিত তৈরি করছেন বাবা জীবনের উপর নির্ভর করা  কাল্পনিক বায়োপিক। নাম ‘পদাতিক’। আর অঞ্জন দত্ত তৈরি করছেন একটি পার্সোনাল ফিচার ফিল্ম। বাবা ও অঞ্জন দত্তর ব্যক্তিগত কথোপকথোনের উপর নির্ভর করে তৈরি হয়েছে এই ছবি। অঞ্জন দত্ত আমার বাবার ছবি চালচিত্রে কাজ করেছিলেন। আমি এই তিনটে ছবি দেখার জন্য  অপেক্ষা করছি।’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ভুবন সোমের স্রষ্টাকে টলিউডের শ্রদ্ধা! শতবর্ষে ফিরে আসছে মৃণাল সেনের তিন ছবি, নির্মাতা কারা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল