ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ ডিবি মার্গ থানায় অভিযোগ দায়ের করে। সিএনএন নিউজ 18 সূত্রে জানা গিয়েছে, মোট আটবার কল করা হয়েছিল। ডিবি মার্গ থানার পুলিশ এই কলগুলি যাচাই করে দেখছে।
এক শীর্ষ পুলিশ আধিকারিক সিএনএন নিউজ 18-কে জানিয়েছেন, মুকেশ আম্বানির গোটা পরিবার মুম্বই পুলিশের নিরাপত্তা পেয়ে থাকেন। এই ঘটনার পর আম্বানিদের বাসভবন অ্যান্টিলিয়ার বাইরেও নিরাপত্তা বাড়ানো হচ্ছে। পরিবারের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থাও ইতিমধ্যে বাড়ানো হয়েছে। হাসপাতালের সিইও চিকিৎসক তারাং গিয়ানচান্দানি বলেন, ''এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আট বার ফোন করে মুকেশ আম্বানিকে প্রাণনাশের হুমকি দেন। মুম্বই পুলিশে আমরা অভিযোগ দায়ের করেছি।''
advertisement
প্রসঙ্গত, এর আগে ২০২১ সালে, মুম্বইতে মুকেশ আম্বানির বাসভবনের বাইরে একটি গাড়ির ভিতরে ২০টি জেলিগনাইট স্টিক পাওয়া গিয়েছিল। গাড়ির ভিতরে মুকেশ এবং তার স্ত্রী নীতা আম্বানিকে সম্বোধন করা একটি নোটে হুমকিও দেওয়া হয়েছিল।