TRENDING:

Sukesh Chandrasekhar || conman: পায়ে দেড় লাখের চপ্পল, পরনে ৮০ হাজারের জিন্স, জেলের ভিতরেই এলাহী ব্যবস্থা! ভাইরাল সিসিটিভি ফুটেজ

Last Updated:

নিজের বিলাসবহুল জীবনযাত্রার খরচ তোলার জন্য ওই ব্য়বসায়ীর কাছ থেকে দফায় দফায় টাকা নিত এই সুকেশ। সেই টাকা দিয়ে জ্যাকলিন ও তার পরিবারের সদস্যদের বহু নামী দামি জিনিস কিনে দিয়েছিল এই সুকেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি:  পায়ে দেড় লাখ টাকার চপ্পল। ৮০ হাজার টাকার তিন তিনটে জিন্স, সঙ্গে আরও নানা বিলাসবহুল সামগ্রী। দেখলে কে বলবে, এটা কোনও কোটিপতির ঘর নয়, আসলে জেল-এর সেল। দেশের অন্যতম বড় প্রতারণা কাণ্ডে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের জেল-এর সেল-এ আর যা যা মিলল, তাতে চোখ কপালে উঠল পুলিশেরই।
advertisement

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল মান্ডোলি জেলের এই সিসিটিভি ফুটেজ। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, সুকেশের জেলের সেল-এর ভিতরে তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছেন জেলের আধিকারিকেরা। আর সেই সেল-এরই এক কোণে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন সুকেশ।

যদিও এই সিসিটিভি ফুটেজ কী ভাবে জেলের ভিতর থেকে বাইরে বেরল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

আরও পড়ুন: শহর বাড়ছে আতঙ্ক! এবার কলকাতায় অ্যাডিনোভাইরাসে মৃত্যু কিশোরীর

আরও পড়ুন: সরকারি মেডিক্যাল কলেজে বসেই ডাক্তারিতে ভর্তির নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! হতভম্ব পুলিশও

দেশের এক নামী ব্যবসায়িক সংস্থার মালিক ও তাঁর স্ত্রীয়ের কাছ থেকে ২১৭ কোটি টাকা তোলা আদায়ের অভিযোগ রয়েছে এই সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে। বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই সুকেশের। সেই কারণে, এই মামলায় জ্যাকলিনকেও একাধিক বার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন তদন্তকারীরা। সম্প্রতি, ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-র দিন সাংবাদিকদের মাধ্যমে জ্যাকলিনকে প্রেম দিবসের শুভেচ্ছাও জানিয়েছিলেন সুকেশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সূত্রের খবর, নিজের বিলাসবহুল জীবনযাত্রার খরচ তোলার জন্য ওই ব্য়বসায়ীর কাছ থেকে দফায় দফায় টাকা নিত এই সুকেশ। সেই টাকা দিয়ে জ্যাকলিন ও তার পরিবারের সদস্যদের বহু নামী দামি জিনিস কিনে দিয়েছিল এই সুকেশ।

বাংলা খবর/ খবর/দেশ/
Sukesh Chandrasekhar || conman: পায়ে দেড় লাখের চপ্পল, পরনে ৮০ হাজারের জিন্স, জেলের ভিতরেই এলাহী ব্যবস্থা! ভাইরাল সিসিটিভি ফুটেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল