সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল মান্ডোলি জেলের এই সিসিটিভি ফুটেজ। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, সুকেশের জেলের সেল-এর ভিতরে তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছেন জেলের আধিকারিকেরা। আর সেই সেল-এরই এক কোণে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন সুকেশ।
যদিও এই সিসিটিভি ফুটেজ কী ভাবে জেলের ভিতর থেকে বাইরে বেরল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: শহর বাড়ছে আতঙ্ক! এবার কলকাতায় অ্যাডিনোভাইরাসে মৃত্যু কিশোরীর
দেশের এক নামী ব্যবসায়িক সংস্থার মালিক ও তাঁর স্ত্রীয়ের কাছ থেকে ২১৭ কোটি টাকা তোলা আদায়ের অভিযোগ রয়েছে এই সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে। বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই সুকেশের। সেই কারণে, এই মামলায় জ্যাকলিনকেও একাধিক বার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন তদন্তকারীরা। সম্প্রতি, ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-র দিন সাংবাদিকদের মাধ্যমে জ্যাকলিনকে প্রেম দিবসের শুভেচ্ছাও জানিয়েছিলেন সুকেশ।
সূত্রের খবর, নিজের বিলাসবহুল জীবনযাত্রার খরচ তোলার জন্য ওই ব্য়বসায়ীর কাছ থেকে দফায় দফায় টাকা নিত এই সুকেশ। সেই টাকা দিয়ে জ্যাকলিন ও তার পরিবারের সদস্যদের বহু নামী দামি জিনিস কিনে দিয়েছিল এই সুকেশ।