TRENDING:

Yogi Adityanath: আম্বেদকরের স্বপ্নকে বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবে উত্তরপ্রদেশ সরকার: যোগী আদিত্যনাথ

Last Updated:

Yogi Adityanath on Ambedkar Jayanti: মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জানান, বাবাসাহেবের স্বপ্ন পূরণের জন্য রাজ্যে ৪৩ লক্ষেরও বেশি মানুষকে বাড়ি দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
UP CM Yogi Adityanath on Bhim Jayanti Celebration: সমাজের বঞ্চিত অংশের কল্যাণ ও উন্নতির লক্ষ্যে বাবাসাহেব আম্বেদকরের কাজগুলি সর্বদা অনুপ্রেরণার কেন্দ্র হয়ে থাকবে! বৃহস্পতিবার বিআর আম্বেদকরকে তাঁর ১৩১ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে এমনটাই মন্তব্য করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আরও জানান উত্তরপ্রদেশ সরকার বাবাসাহেবের স্বপ্ন বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবে। বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে বাবাসাহেব আম্বেদকরকে শ্রদ্ধান জানিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, “ডঃ আম্বেদকর সংবিধানে যে সাম্য, ন্যায়বিচার ও ভ্রাতৃত্বের চেতনাকে প্রবেশ করিয়ে ছিলেন তারই ফলস্বরূপ ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে এগিয়ে যাচ্ছে।”
 Yogi Adityanath
Yogi Adityanath
advertisement

আরও পড়ুন- ভারতে দলিতদের উন্নয়নের বাস্তব রূপ কী? ভীমজয়ন্তীতে ফিরে দেখা আম্বেদকরের লড়াই

বাবাসাহেবের সঙ্গে সম্পর্কিত স্থানগুলিকে পঞ্চতীর্থের আকারে তুলে ধরে বাবাসাহেব আম্বেদকরকে সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী, জানান যোগী। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জানান, সরকার এখন গরিব ও দুঃস্থদের বসবাসের ঠাঁই দিচ্ছে। বাবাসাহেবের স্বপ্ন পূরণের জন্য রাজ্যে ৪৩ লক্ষেরও বেশি মানুষকে বাড়ি দেওয়া হয়েছে। মানুষ নির্বিঘ্নে শৌচালয়, বিদ্যুৎ ও শিক্ষার সুবিধা পাচ্ছে।

advertisement

ভারতীয় সংবিধানের প্রধান স্থপতির সংগ্রামের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “ডঃ আম্বেদকর যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন সমাজে অস্পৃশ্যতার মতো আচরণ ছিল। বাবাসাহেব কষ্ট থেকে পালিয়ে না গিয়ে জীবনে সংগ্রামের পথকেই অবলম্বন করেছিলেন। এই কারণেই বাবাসাহেবের নাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়।”

মুখ্যমন্ত্রী আরও জানান, আম্বেদকর মহাসভার প্রচেষ্টার ফলস্বরূপ সরকার লখনউতে বাবাসাহেবের স্মৃতিসৌধ এবং সাংস্কৃতিক কেন্দ্র তৈরির জন্য দ্রুত কাজ করছে। তিনি জানান, রাজ্য সরকার বাবাসাহেবের স্বপ্ন বাস্তবায়নের জন্য দৃঢ়ভাবে কাজ করবে এবং নতুন ভারতের নতুন উত্তরপ্রদেশ গড়তে অবদান রাখবে।

advertisement

আরও পড়ুন- উত্তরপ্রদেশে দাঙ্গা-হাঙ্গামার ঠাঁই নেই: রামনবমীর মিছিলে হিংসা বিষয়ে দাবি যোগীর

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

“আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। ২০১৭ সালের আগে SC/ST বৃত্তি বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের সরকার আসার পরে তা আরও বাড়ানো হয়। আমাদের বাবাসাহেবের স্বপ্নকে সত্যি করতে হবে,” বলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Yogi Adityanath: আম্বেদকরের স্বপ্নকে বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবে উত্তরপ্রদেশ সরকার: যোগী আদিত্যনাথ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল