TRENDING:

Jammu Kashmir new chief minister: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লাহ, জোটে থাকলেও সরকারে থাকল না কংগ্রেস

Last Updated:

ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধে লড়লেও নতুন সরকারের অংশ হচ্ছে না কংগ্রেস৷ ওমর আবদুল্লাহের সরকারকে বাইরে থেকেই সমর্থন করবে তারা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শ্রীনগর: জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ৷ কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে জম্মু কাশ্মীরে ওমর আবদুল্লাহের নেতৃত্বেই প্রথম সরকার গঠন হতে চলেছে৷ ন্যাশনাল কনফারেন্সের আরও আট জন বিধায়ককে এ দিন মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা৷ উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুরিন্দর কুমার চৌধুরী৷
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লাহ৷
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লাহ৷
advertisement

তবে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধে লড়লেও নতুন সরকারের অংশ হচ্ছে না কংগ্রেস৷ ওমর আবদুল্লাহের সরকারকে বাইরে থেকেই সমর্থন করবে তারা৷ সূত্রের খবর, কংগ্রেসকে একটি দফতর দেওয়ার প্রস্তাব দিয়েছিল ন্যাশনাল কনফারেন্স৷ যদিও সেই প্রস্তাব খারিজ করে বাইরে থেকেই নতুন সরকারকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস৷

আরও পড়ুন: নদীর পাড়ে বালি চাপা দেওয়া তরুণীর দেহ! পুরুলিয়ায় হাড় হিম করা ঘটনা, রহস্য

advertisement

শ্রীনগরে এ দিন ওমর আবদুল্লাহের শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি,সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, ডিএমকে-র কে কানিমোঝি, এনসিপি-র সুপ্রিয়া সুলে, সিপিআই-এর ডি রাজা, আম আদমি পার্টির সঞ্জয় সিং-এর মতো নেতারা উপস্থিত ছিলেন৷ জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও উপস্থিত ছিলেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শপথ নেওয়ার আগে ওমর আবুদল্লাহ বলেন, মানুষের সমস্যা নিরসনে আমরা ভারত সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চাই৷ আর তা করার ক্ষেত্রে সবার আগে জম্মু কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়া উচিত বলেই আমি মনে করি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Jammu Kashmir new chief minister: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লাহ, জোটে থাকলেও সরকারে থাকল না কংগ্রেস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল