TRENDING:

সরকারি বাংলোতে ভূত ! বলছেন বাড়িতে থাকা আধিকারিক

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: সরকারি বাংলোতে ভূত ৷ এমন অনুভূতি হয়েছে এক সরকারি আধিকারিক অম্রপালি কাটার ৷ কর্মসূত্রে তাঁর বসবাস সেই বাড়িতেই ৷ তেলেঙ্গানার ওরেনঙ্গেলে জেলা আধিকারিক অম্রপালি কাটা ৷ তারই এমন বক্তব্যে তৈরি হয়েছে বিতর্ক ৷ কাটা মহাশয় জানিয়েছেন বাড়িতে অদ্ভূত এক অনুভূতি হয় তাঁর ৷ মনে হয় বাড়িতে তাঁর সঙ্গে যেন কেউ বসবাস করছে ৷ আধিকারিকে জানিয়েছেন বাংলোটি তৈরি হয়েছিল ১৩৩ বছর আগে ৷ তৎকালীন সুপারইনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার জর্জ পাল্মারের অধীনে তৈরি হয় ৷ নিজামের জমানায় তিনিই ছিলেন নির্মাণের দায়িত্বে ৷ তাঁর নেতৃত্বে করিমনগর, খম্মাম, ওয়াঙ্গেল শহরের নানা নির্মাণকাজও হয়েছিল ৷ এই তথ্য পাওয়ার পর তার বরাদ্দ বাংলোটি পরীক্ষা করার কথাও ভাবা হচ্ছে ৷
advertisement

আরও পড়ুন টাকার দামে সর্বকালীন রেকর্ড পতন! ধাক্কা খেতে পারে দৈনন্দিন জীবনও

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

শুধু  তাই নয়, বাড়িটির হালও বেশ খারাপ হয়েছে ৷ অনেক জায়গাই ফাটল ধরেছে, যা দিয়ে নিয়মিত জল ঢুকতে শুরু করেছে ৷ এরআগেও যারা এই বাড়িটিতে থাকতেন, তারাও একই অভিযোগ তুলেছিলেন ৷

বাংলা খবর/ খবর/দেশ/
সরকারি বাংলোতে ভূত ! বলছেন বাড়িতে থাকা আধিকারিক