TRENDING:

Odisha Train Accident: করমণ্ডল দুর্ঘটনায় বিরাট মোড়! CBI-এর জালে ৩! নিয়ে যাওয়া হল অজ্ঞাত স্থানে

Last Updated:

Odisha Train Accident: কোথায় রয়েছেন তাঁরা? সূত্রের খবর, কোনও অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। সেখানেই তাঁদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালাসোর: ২ জুন ওড়িশার বালাসোরের সেই অভিশপ্ত ভয়ঙ্কর রেল দুর্ঘটনার রেশ এখনও মিলিয়ে যায়নি। কিন্তু ঠিক কী কারণে ঘটল এই ভয়াবহ বিপর্যয়৷ সেই কারণই খুঁজতেই দিনরাত এক করে দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ বালাসোর ট্রেন দুর্ঘটনার পরে গত ৬ জুন থেকে টানা কয়েকদিন সিবিআই ও ফরেন্সিক টিম বাহানাগা স্টেশনের ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখতে পৌঁছেছেন দিল্লি সিবিআই স্পেশাল ক্রাইম জোনের জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরীও।
ওড়িশার দুর্ঘটনায় মারাত্মক তথ্য
ওড়িশার দুর্ঘটনায় মারাত্মক তথ্য
advertisement

অবশেষে সেই দুর্ঘটনার ১০ দিনের মাথায় সিবিআই-এর জালে তিন রেলকর্মী। সোমবার তদন্তের স্বার্থে তিনজন রেলকর্মীকে আটক করেছে সিবিআই। তাঁদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারা ওই তিনজন? জানা গিয়েছে, বাহানাগা বাজার স্টেশনের মাস্টার, একজন রেল টেকনিশিয়ান এবং আরও এক কর্মীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: ভুলে যান লক্ষ্মীর ভাণ্ডারের ৫০০ টাকা, এবার পাবেন ৮০০ টাকা! নতুন স্কিম সরকারের

advertisement

কোথায় রয়েছেন তাঁরা? সূত্রের খবর, কোনও অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। সেখানেই তাঁদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এই তদন্তে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি সিবিআই। ফলে তিন রেলকর্মীকে জিজ্ঞাসাবাদ নিয়েও সিবিআই কিছুই জানায়নি।

বালাসোর ট্রেন দুর্ঘটনায় মূলত দুটি জিনিস বোঝার চেষ্টা করছে সিবিআই৷ প্রথমত, কোনও অপরাধমূলক ষড়যন্ত্রের মনোভাব নিয়ে কেউ যন্ত্রপাতিতে ইচ্ছাকৃত ভাবে অনিষ্টসাধন বা অন্তর্ঘাত করেছিল কি না। দ্বিতীয়ত, যদি অন্তর্ঘাতের কোনও বিষয় না খুঁজে পাওয়া যায়, সেক্ষেত্রে ঘটনার পিছনে প্রযুক্তিগত কোনও ত্রুটি ছিল কি না তা খুঁজে দেখবেন গোয়েন্দারা।

advertisement

আরও পড়ুন: আর নয় ‘বহিরাগত’ নেতা, পঞ্চায়েতের জন্য বিরাট সিদ্ধান্ত বিজেপির! দিল্লি থেকে নির্দেশ

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

যদি কোনও গাফিলতি থেকে থাকে, তাহলে তা কেন হল? তার জন্য কে বা কারা দায়ী? কাদের উপর সেই দায়িত্ব ছিল, তা খুঁজে বের করাও সিবিআইয়ের কাজ। প্রাথমিক তদন্তের পরে crs (কমিশনার অফ রেলওয়ে সেফটি)-এর রিপোর্ট খতিয়ে দেখবে সিবিআই। কারণ, crs-এর রিপোর্ট ও সিবিআইয়ের প্রাথমিক রিপোর্টে কোথায় কোথায় মিল বা অমিল রয়েছে সেটা যাচাই করাই এক্ষেত্রে মূল লক্ষ্য। এছাড়া, ঘটনার দিন কর্তব্যে থাকা আহত ট্রেন চালক, গার্ড, স্টাফদেরও বয়ান রেকর্ড করবে সিবিআই।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Odisha Train Accident: করমণ্ডল দুর্ঘটনায় বিরাট মোড়! CBI-এর জালে ৩! নিয়ে যাওয়া হল অজ্ঞাত স্থানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল