বিস্ফোরণের জেরে ব্যাহত ট্রেন চলাচল। শহিদ সপ্তাহের মধ্যেই মাওবাদী হামলা। ৩ অগাস্ট বন্ধের দিনেই মাওবাদী হামলা। মাওবাদী হামলা ঠেকাতে ব্যর্থ পুলিশ। মাওবাদীদের আইইডি বিস্ফোরণে উড়ে গিয়েছে চক্রধরপুর ডিভিশনের রাংরা-করমপাড়া রুটের রেললাইন।
advertisement
এই হামলার সময় ওই রুটে কোনও ট্রেন না থাকায় বিরাট দুর্ঘটনা এড়ানো গিয়েছে। যদিও প্রশ্ন উঠছে মাওবাদীরা যদি ট্রেন চলাকালীন এই বিস্ফোরণ ঘটাতো, তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হত। ইতিমধ্যেই গোটা ঘটনার যৌথভাবে তদন্ত শুরু করেছে আরপিএফ, ওড়িশা ও ঝাড়খণ্ড পুলিশ।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি নিহতের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। কয়েকমাস আগে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয় মাওবাদীদের শীর্ষ নেতা বাসবরাজ ওরফে নাম্বালা কেশবরাওয়ের। সেই মৃত্যুর প্রতিবাদে ২৮ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত ‘শহিদ সপ্তাহ’ পালন করছে মাওবাদীরা।
এই শহিদ সপ্তাহের শেষ দিন অর্থাৎ ৩ অগাস্ট বনধের ডাক দেওয়া হয়েছে। ঝড়খণ্ড, বিহার, উত্তর ছত্তিশগড়, বাংলা ও অসমে এই বনধ পালন করার ডাক দেওয়া হয়। মাওবাদীদের শহিদ সপ্তাহ উপলক্ষে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল আগেই। এবার এই হামলায় নড়েচড়ে বসেছে নিরাপত্তাবাহিনী।