জানা গিয়েছে অরুণের বড় দাদা বিজয় ৭ বছর আগে বিয়ে করেছিলেন লিলিকে। তাঁদের ছেলের বয়স ৫ বছর। দু বছর আগে কোভিড অতিমারিতে মারা যান বিজয়। তার পর থেকে ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতেই ছিলেন লিলি। দ্বিতীয় বার বিয়ের জন্য তাঁকে বলেছিলেন শ্বশুর-শাশুড়ি। কিন্তু তিনি দ্বিধায় ছিলেন। এই পরিস্থিতিতে অরুণই এগিয়ে এসে বিয়ের প্রস্তাব দেন। তাঁর প্রস্তাবে অসম্মত হননি পরিবারের সদস্যরা।
advertisement
আরও পড়ুন : কোটি কোটি টাকার সম্পত্তি দান করে সন্ন্যাস নিচ্ছেন ধনকুবের ব্যবসায়ী পরিবার
অরুণের বড় দাদা বলেন, "আমার ভাই কোভিড ১৯ অতিমারিতে মারা যান। এর পর ভ্রাতৃবধূ ও ভাইপোর ভবিষ্যত নিয়ে আমরা চিন্তায় ছিলাম। আমার ছোট ভাইয়ের এই পদক্ষেপে আমরা খুবই খুশি। সমাজকে একটি বার্তা দিয়েছে অরুণ। তৈরি করেছে উদাহরণ।" অরুণ জানিয়েছেন, " দাদা চলে যাওয়ার পর আমার বৌদি এবং ভাইপোর একজন দেখাশোনার সঙ্গী দরকার ছিল। ওদের দুর্দশার মধ্যে দিয়ে আমি যেতে দেখেছি। তাই পরিবারের সম্মতি নিয়ে আমি বৌদিকে বিয়ের সিদ্ধান্ত নিই। জীবনের ভালমন্দ সবরকম পরিস্থিতিতে আমি তাঁর পাশে থাকব।"