TRENDING:

Coromandel Express Train Accident: করমণ্ডল দুর্ঘটনার পর এখনও নিখোঁজ কাছের মানুষেরা! পরিবারের জন্য বিশেষ ব্যবস্থা ওড়িশা সরকারের

Last Updated:

Coromandel Express Train Accident: ওড়িশায় রেল দুর্ঘটনায় নিহতদের দেহ একমাত্র শনাক্ত করা যাবে বা পাওয়া যাবে ভুবনেশ্বর এইমস থেকে৷ নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের আর অন্য কোনও হাসপাতালে যেতে হবে না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওড়িশার বাহানাগাতে দুর্ভাগ্যজনক রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ থাকা ব্যক্তিদের সম্পর্কে পরিবার পরিজনকে খবর পেতে সাহায্য করার জন্য ভারতীয় রেল ওড়িশা সরকারের সহায়তায় ব্যবস্থা গ্রহণ করেছে। এই দুর্ঘটনায় প্রভাবিত যাত্রীদের পরিবারের সদস্য/আত্মীয়/বন্ধু বা শুভাকাঙ্ক্ষীরা মৃত ব্যক্তি বা বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ব্যক্তিদের বিষয়ে বা যেসব দেহ এখনও শনাক্ত করা যায়নি, তাঁদের সম্পর্কে নিম্নলিখিত বিবরণের সাহায্যে খোঁজ নিতে পারেন। তার জন্য লিঙ্ক দেওয়া হয়েছিল।
ওড়িশার বাহানাগাতে দুর্ভাগ্যজনক রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ অনেকে
ওড়িশার বাহানাগাতে দুর্ভাগ্যজনক রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ অনেকে
advertisement

আরও পড়ুন: অভিশপ্ত করমণ্ডলের স্বপ্নে ঘুম নেই, কখনও অট্টহাসি, কখনও নীরব! হাসপাতালে এ কী ঘটছে

রেল দুর্ঘটনায় প্রভাবিত যাত্রীদের পরিবার ও আত্মীয়-পরিজনের সঙ্গে তাঁদের যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য ১৩৯ হেল্পলাইন নম্বরটি ২৪ ঘণ্টা কাজ করছে। রেলের পদস্থ আধিকারিকরা ১৩৯ হেল্পলাইন নম্বরটি চালনার কাজ করছেন। পাশাপাশি বিএমসি-এর হেল্পলাইন নম্বর ১৮০০৩৪৫০০৬১/১৯২৯ ও সারাদিন কাজ করছে। ভুবনেশ্বরে পুর কমিশনারের অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখান থেকে জনগণকে হাসপাতাল বা মর্গে পাঠানো হচ্ছে। জনগণের সুবিধার জন্য আধিকারিকদের নিয়োগ করা হয়েছে। কিন্তু দুই সপ্তাহের বেশি হয়ে গেলেও এখনও একাধিক দেহ শনাক্তকরণ করা যায়নি। এই অবস্থায় ডিএনএ পরীক্ষায় জোর দিচ্ছে ভারতীয় রেল।

advertisement

আরও পড়ুন: গতি বাড়ছে ট্রেনের, কমবে যাতায়াতের সময়! যাত্রীদের জন্য সুখবর উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের

ওড়িশায় রেল দুর্ঘটনায় নিহতদের দেহ একমাত্র শনাক্ত করা যাবে বা পাওয়া যাবে ভুবনেশ্বর এইমস থেকে৷ নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের আর অন্য কোনও হাসপাতালে যেতে হবে না৷ অভিযোগ উঠছিল, একাধিক নিখোঁজ ব্যক্তির পরিবার বিভিন্ন হাসপাতালে দৌড়ে বেড়াচ্ছেন। কোথায় দেহ শনাক্তকরণ করা যাবে তা তাঁরা বুঝে উঠতে পারছেন না। এই সমস্যা মেটাতেই একমাত্র ভুবনেশ্বর হাসপাতালে দেহ রাখা থাকবে।

advertisement

ডিএনএ স্যাম্পেল দেওয়ার জন্য যেখানে যোগাযোগ করা যাবে তা হল, Asst. Personnel Officer, Mobile – 8455887604Asst. Commercial Manager, Mobile – 8455885967Public Relations Officer, Mobile – 8455885040Public Relations Officer, Mobile – 8455885041

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Assistance at Bhubaneswar Railway Station: 0674 – 2534027Assistance at East Coast Railway Control Room, Bhubaneswar – 8455885999 and at Khurda Road – 8455887999। রেলের তরফে বলা হচ্ছে দ্রুত নিখোঁজদের পরিবার এসে যোগাযোগ করুন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Coromandel Express Train Accident: করমণ্ডল দুর্ঘটনার পর এখনও নিখোঁজ কাছের মানুষেরা! পরিবারের জন্য বিশেষ ব্যবস্থা ওড়িশা সরকারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল