TRENDING:

অবশেষে নিহত দুই জঙ্গি, চলছে শেষ পর্যায়ের তল্লাশি

Last Updated:

পাঠানকোট বিমানঘাঁটি এনএসজি কম্যাণ্ডোদের হাতে খতম আরও এক জইশ জঙ্গি ৷ এখনও বিমানঘাঁটিতে লুকিয়ে আরও এক জঙ্গি ৷ সেই জঙ্গির খোঁজে এখনও সেনা অভিযান জারি রয়েছে বলে জানালেন ডিআইজি বর্ডার রেঞ্জ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাঠানকোট: পাঠানকোট বিমানঘাঁটি এনএসজি কম্যাণ্ডোদের হাতে খতম আত্মগোপন করে থাকা দুই জইশ জঙ্গি ৷  বিমানঘাঁটিতে আরও কেউ আত্মগোপন করে রয়েছে কিনা দেখতে এখনও জারি রয়েছে সেনা অভিযান ৷ মনে করা হচ্ছে, রবিবার রাতের মধ্যেই শেষ করা যাবে মপিং অপারেশন ৷ চলছে ক্রমাগত গুলির লড়াই ৷ বিমানঘাঁটি থেকে ভেসে আসছে একের পর এক বিস্ফোরণের শব্দ ৷
advertisement

শনিবার ১৬ ঘণ্টার চিরুণি তল্লাশির পর বিমানঘাঁটি জঙ্গি মুক্ত বলে জানিয়েছিল সেনাবাহিনী ৷  রবিবার সকালে মৃত জঙ্গির দেহ পরীক্ষা করতে গিয়ে, জঙ্গিদেহে লুকিয়ে থাকা বোমা ফেটে মারা যান এনএসজি-র লেফটন্যান্ট ৷ গুরুতর আহত হন এনএসজি-র আরও পাঁচ জওয়ান ৷ এরপরেই বায়ুসেনা আরও একবার তল্লাশি অভিযান শুরু করে ৷ তল্লাশির মাঝেই এনএসজি-কে লক্ষ্য করে ছুটে আসে গুলি৷ ফের শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই ৷  সেনা সূত্রে খবর, এনএসজি-র গুলিতে নিকেশ আরও দুই জঙ্গি ৷  মনে করা হচ্ছে হামলা চালাতে যতজন জঙ্গি এয়ারবেসে ঢুকেছিল তারা সবাই মৃত ৷ তবু শনিবারের  মতো কোনও ঝুঁকি নিতে চায় না সেনা তাই এখনও অব্যাহত তল্লাশি অভিযান ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গণেশের চায়ের দোকানে উপচে পড়া ভিড়, এখানে চায়ের সঙ্গে ‘টা’ ফ্রি, আড্ডা মারার অভিনব সঙ্গী
আরও দেখুন

এখনও পর্যন্ত পাঠানকোট হামলায় সেনার হাতে মারা গিয়েছে ছ’জন জইশ জঙ্গি ৷ এই অভিযানে এয়ার ফোর্সের বিশেষ বাহিনীর ছ’জন জওয়ান শহীদ হয়েছেন আর গুরুতর আহত আটজন ৷ এনএসজি বাহিনীর একজন লেফটেন্যান্ট এদিন সকালে বিস্ফোরণে শহীদ হন ৷ অন্যদিকে ১২ জন কম্যান্ডো আহত হয়েছেন এই অভিযানে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
অবশেষে নিহত দুই জঙ্গি, চলছে শেষ পর্যায়ের তল্লাশি