TRENDING:

NSA Ajit Doval: ২০১৯ সালের পর কাশ্মীরি মানুষদের মানসিকতা বদলেছে, তাঁরা আর সন্ত্রাসের পক্ষে নেই: অজিত ডোভাল

Last Updated:

Kashmiri People and Terrorism: অজিত ডোভাল জানান, কাশ্মীরি পণ্ডিতরা দুর্বল অংশ এবং তাঁদের সুরক্ষা প্রয়োজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ২০১৯ সালের পরে কাশ্মীরি জনগণের মেজাজ এবং মানসিকতা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে। ৩৭০ ধারা বাতিলের পরে তাঁরা আর পাকিস্তান এবং সন্ত্রাসবাদকে সমর্থন করেন না! মঙ্গলবার এমনটাই জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। “২০১৯ সালের পরে, কাশ্মীরের মানুষের মেজাজ এবং মানসিকতা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে। জনগণ আর পাকিস্তান এবং সন্ত্রাসবাদের পক্ষে নেই,” বলেন এনএসএ অজিত ডোভাল। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অজিত ডোভাল কাশ্মীরি হিন্দুদের সুরক্ষার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন।
NSA Ajit Doval
NSA Ajit Doval
advertisement

আরও পড়ুন- বানভাসি অসম! ২৪ ঘণ্টায় নিহত ১১! অমিত শাহের নির্দেশে পরিদর্শনে কেন্দ্রীয় দল!

অজিত ডোভাল জানান, কাশ্মীরি পণ্ডিতরা দুর্বল অংশ এবং তাঁদের সুরক্ষা প্রয়োজন। তাঁদের সুরক্ষার জন্য সরকার আরও কিছু পদক্ষেপ করবে বলেও জানান অজিত। “হ্যাঁ, তাঁরা দুর্বল অংশ এবং তাঁদের সুরক্ষা প্রয়োজন। সরকার অতীতে বিভিন্ন পদক্ষেপ করেছে এবং সম্ভবত আরও অনেক কিছুই করতে হবে এবং তা করাও হচ্ছে,” কাশ্মীরি হিন্দুদের ইস্যুতে বলেন অজিত ডোভাল।

advertisement

ইদানীং কাশ্মীরে ফের সন্ত্রাসবাদীদের লক্ষ্যবস্তু কাশ্মীরের হিন্দু ও অন্যান্য সাধারণ নাগরিক। প্রতিবেদন অনুযায়ী, কাশ্মীর উপত্যকায় জানুয়ারি মাস থেকে সরকারি কর্মকর্তা, শিক্ষক এবং সরপঞ্চ সহ কমপক্ষে ১৮ টি টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটেছে।

“আজ কোথায় হুরিয়ত, কোথায় বনধের ডাক, কোথায় শুক্রবারের হরতাল? ওরা সবাই চলে গেছে। কিন্তু কিছু অল্প বয়স্ক ছেলেরা আছে যারা বিভ্রান্ত হয়েছে, আমরা তাঁদের বোঝানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছি, তাঁদের পরিবারও তাঁদের রাজি করাচ্ছে। আমরা সন্ত্রাসের সঙ্গে মোকাবিলা করি না; আমাদের সন্ত্রাসীদের সঙ্গে মোকাবিলা করতে হবে,” বলেন তিনি।

advertisement

আরও পড়ুন- সিবিআইয়ের এক তদন্তকারী অফিসারের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত ভার নিল সিআইডি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এনএসএ অজিত ডোভাল আরও জানিয়েছেন, সন্ত্রাসবাদের ক্ষেত্রে ভারতের সহনশীলতার সীমা খুবই কম। “পাকিস্তানসহ আমাদের প্রতিবেশীদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আমরা পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতে চাই তবে অবশ্যই সন্ত্রাসবাদের ক্ষেত্রে সহনশীলতার সীমা খুবই কম,” বলেন তিনি। অজিত ডোভালের কথায়, ভারত সবসময়ই এ কথা বিশ্বাস করেছে যে জম্মু ও কাশ্মীর দেশের একটি অবিচ্ছেদ্য অংশ “ছিল, আছে এবং থাকবে।”

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
NSA Ajit Doval: ২০১৯ সালের পর কাশ্মীরি মানুষদের মানসিকতা বদলেছে, তাঁরা আর সন্ত্রাসের পক্ষে নেই: অজিত ডোভাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল