নাগরিকপঞ্জির খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৪০ লক্ষ মানুষের নাম । যদিও পুনরায় তালিকা নাম তোলা হবে এই আশ্বাস দিয়েছে কেন্দ্র ও শীর্ষ আদালত কিন্তু এনআরসি নিয়ে আতঙ্কেই আছেন প্রত্যেকে । এই প্রসঙ্গেই গগৈ জানিয়েছেন যাঁদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে তাঁদের বেশিরভাগই ভারতের পুরনো বাসিন্দা ও এদের সকলেই প্রকৃত ভারতীয় নাগরিক ।
advertisement
তিনি আরও জানিয়েছেন ভোটার কার্ডের মাধ্যমেই আসল নাগরিকত্ব প্রমাণ হয়ে যায় । শুধুমাত্র দেশের নাগরিকদেরই ভোটাধিকার আছে সুতরাং যাঁদের কাছে ভোটার কার্ড আছে তাঁরা সকলেই দেশের নাগরিক । ভোটার কার্ড থাকা সত্ত্বেও তালিকা থেকে নাম বাদ গিয়েছে-এর থেকেই প্রমাণ হয়ে গিয়েছে নাগরিকপঞ্জিতে ভুল ভ্রান্তি রয়েছে, জানিয়েছেন গগৈ ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2018 9:32 AM IST