যোগী সরকারের তরফে নেওয়া সিদ্ধান্ত বুধবার মধ্যরাত থেকে লাগু করা হবে ৷ মদের দাম প্রায় ৩০ থেকে ৫০ টাকা বাড়ানো হয়েছে ৷ IMFL এর বোতলের উপর এই দাম বাড়ানো হয়েছে ৷ সাধারণ মানের মদের দাম ৩০ টাকা বাড়বে ৷ প্রিমিয়াম বোতলের জন্য প্রায় ৫০ টাকা বাড়তি দিতে হবে ৷ এর পাশাপাশি দেশি মদের বোতলের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করা হয়েছে ৷
advertisement
বিদেশি মদে (ইকোনমি বা মিডিয়াম) ১৮০ এমএল পর্যন্ত ১০ টাকা বৃদ্ধি করা হয়েছে ৷ ১৮০ এমএল থেকে ৫০০ এম এল পর্যন্ত ২০ টাকা বৃদ্ধি করা হয়েছে ৷ ৫০০ এমএল এর উপর ৩০ টাকা বৃদ্ধি করা হয়েছে ৷
রেগুলার বা প্রিমিয়াম ব্র্যান্ডে ১৮০ এমএল পর্যন্ত ২০ টাকা বৃদ্ধি করা হয়েছে ৷ ১৮০ থেকে ৫০০ এমএল পর্যন্ত ৩০ টাকা এবং ৫০০ এমএল এর বেশি হলে ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে ৷
এছাড়া দামি ব্র্যান্ডের বিদেশি মদের ক্ষেত্রে ১৮০ এমএল পর্যন্ত ১০০ টাকা, ১৮০ থেকে ৫০০ এমএল পর্যন্ত ২০০ টাকা, ৫০০ এমএল এর বেশি হলে ৪০০ টাকা বৃদ্ধি করা হয়েছে ৷ নতুন রেট তৎকাল রূপে জারি করা হয়েছে ৷ অর্থ মন্ত্রালয়ের দাবি এর মাধ্যমে ২৩৫০ কোটি রাজস্ব প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সরকারের ৷