এই মহড়া শুরু করার জন্য বিমান বাহিনীতে নোটাম সতর্কতা জারি করা হয়েছে৷ নোটাম-এর পুরো অর্থ নোটিস টু এয়ার মেন৷ ৭ এবং ৮ মে মূলত রাজস্থানে নিয়ন্ত্রণরেখা বরাবর এই মহড়া চালানো হবে বলে জানা গিয়েছে৷ বায়ুসেনার দক্ষিণ পশ্চিম এয়ার কম্যান্ডের অধীনে ওই অঞ্চল পড়ে৷
আরও পড়ুন: পহেলগাঁও হামলার তিন দিন আগেই মোদির কাছে গোয়েন্দা রিপোর্ট? বিস্ফোরক অভিযোগ খাড়গের, জবাব দিল বিজেপি
advertisement
গত কয়েকদিন ধরেই একটানা জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর বিনা প্ররোচনায় গোলাগুলি ছুড়ছে পাকিস্তানি সেনা৷ একটানা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে তারা৷ যদিও পাক সেনাকে উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনাও৷
প্রসঙ্গত আগামিকালই দেশজুড়ে ২৪৪টি জায়গায় যুদ্ধ প্রস্তুতি মক ড্রিল বা বিশেষ মহড়ার নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ একদিকে দেশের অভ্যন্তরে সাধারণ মানুষকে আপতকালীন পরিস্থিতির জন্য যেমন তৈরি রাখা হচ্ছে, সেরকমই সীমান্তে এবার আস্ফালন দেখাতে শুরু করছে ভারত৷ এখনও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও সরকারি ঘোষণা না হলেও এই সমস্ত পদক্ষেপ পহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাতের প্রস্তুতি হিসেবেই মনে করা হচ্ছে৷ গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কখনও তিন বাহিনীর প্রধান, কখনও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে একের পর এক জরুরি বৈঠক সেরেছেন৷ মনে করা হচ্ছে, ঘর গুছিয়ে এবং সবরকম প্রস্তুতি নিয়েই চূড়ান্ত পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার৷