ফেরত যাত্রার সময়, ট্রেন নং. ০২৫২৬ (আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা) স্পেশ্যাল ৭ এপ্রিল থেকে ৩০ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক রবিবারে আনন্দ বিহার টার্মিনাল থেকে বিকেল ৫:২০টায় রওনা দিয়ে মঙ্গলবার ভোর ৩:৪০টায় কামাখ্যা পৌঁছবে।
advertisement
এই ট্রেনগুলি বিদম্যান গঠন এবং স্টপেজ-এর সঙ্গে চলাচল করবে।এছাড়াও তিরুপতি তীর্থযাত্রীদের সুবিধার্থে তিরুপতি থেকে গুয়াহাটির জন্য একমুখী স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন নং. ০৭০৪২ (তিরুপতি-গুয়াহাটি) স্পেশ্যাল ৩ এপ্রিল ২০২৪ তারিখে তিরুপতি থেকে রাত্রি ১২:০০ টায় রওনা দিয়ে ৫ এপ্রিল, ২০২৪ তারিখে সকাল ৯:১৫ টায় গুয়াহাটি পৌঁছবে। ট্রেনটি ভায়া বিজয়ওয়াড়া জং, রাজামুন্ড্রি, সামলকোট, বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম রোড, খুর্দা রোড জং, কটক, বালাসোর, খড়গপুর জং., ডানকুনি, রামপুর হাট, মালদা টাউন, কিষাণগঞ্জ, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, নিউ বঙাইগাঁও ও গোয়ালপাড়া হয়ে চলবে।
ট্রেনটি এসি ৩-টিয়ার এবং স্লিপার ক্লাস কোচের দ্বারা গঠিত ২৩টি কোচের সঙ্গে চলবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা শুরু করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।