সেই অনুযায়ী, ০৫৬১৪ নং. (গুয়াহাটি-সেকেন্দ্রাবাদ) স্পেশ্যাল ট্রেনটি ০২ জুলাই, ২০২৩ তারিখের ০৬.০০ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওনা দিয়ে ০৪ জুলাই, ২০২৩ তারিখের ০৬.০০ ঘণ্টায় সেকেন্দ্রাবাদ পৌঁছবে। ফেরত যাত্রার সময় ০৫৬১৩ নং. (সেকেন্দ্রাবাদ-গুয়াহাটি) স্পেশাল ট্রেনটি ০৯ জুলাই, ২০২৩ তারিখের ১১.৪৫ ঘণ্টায় সেকেন্দ্রাবাদ থেকে রওনা দিয়ে ১১ জুলাই, ২০২৩ তারিখের ১০.২০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে।
advertisement
আরও পড়ুন: আচমকাই ফের বাড়বে গরম, অস্বস্তি! দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, কবে থেকে ভোলবদল? কী বলছে হাওয়া অফিস
উভয় পথে যাত্রা করার সময় এই স্পেশ্যাল ট্রেনটি রঙিয়া, নিউ জলপাইগুড়ি, মালদহ টাউন, খড়্গপুর জং., পালাসা, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, গুন্টুর ও নালগোন্ডা স্টেশন হয়ে চলাচল করবে। যাত্রীদের জন্য ট্রেনটিতে এসি ৩-টিয়ার, স্লিপার ক্লাস ও জেনারেল সেকেন্ড ক্লাস-সহ মোট ১৭টি কোচ থাকবে।
দক্ষিণ ভারত গামী অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা এই সামার স্পেশ্যাল ট্রেনটির পরিষেবা গ্রহণ করতে পারবেন। এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরও পড়ুন: শহরে অক্ষয়-পত্নী টুইঙ্কেল খান্না, সল্টলেকে চালু করলেন ইন্টেরিয়র ডিজাইনিংয়ের নতুন কোর্স
রেল সূত্রে জানা গিয়েছে, বাহানাগা বাজার স্টেশনের নিয়ন্ত্রণ এখনও অবধি পুরোপুরি পায়নি রেল। কমিশনার অফ রেলওয়ে সেফটি তদন্ত করছে। প্রাথমিক রিপোর্ট জমা দিলেও, পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়েনি। অন্যদিকে সিবিআই ঘটনার তদন্ত করছে। তদন্ত প্রক্রিয়ার জন্য এখনও অবধি স্টেশনের প্যানেল ও সিগন্যাল রুমের দায়িত্ব রেলের হাতে পুরোপুরি তুলে দেওয়া হয়নি। এছাড়া একটা বড় অংশ জুড়ে রেল ব্লক নিয়ে রেখেছে। তাই মাস পেরোতে চললেও বাতিল একাধিক ট্রেন।