TRENDING:

North Eastern Frontier Railway: যাত্রী ভিড় কমাতে একাধিক স্পেশ্যাল ট্রেন চালু, কবে কোথা থেকে ছাড়বে? রইল তালিকা

Last Updated:

North Eastern Frontier Railway: স্পেশ্যাল ট্রেনগুলির পরিষেবা উভয় পথেই বৃদ্ধি করা হবে এবং উত্তর পূর্বাঞ্চল থেকে বিভিন্ন শহরে চলাচল করবে। স্পেশ্যাল ট্রেনের পরিষেবা বৃদ্ধি সম্পর্কে বিস্তৃত তথ্য দেওয়া হল এখানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে কয়েকটি স্পেশ্যাল ট্রেনের পরিষেবা বৃদ্ধি ও পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্পেশ্যাল ট্রেনগুলির পরিষেবা উভয় পথেই বৃদ্ধি করা হবে এবং উত্তর পূর্বাঞ্চল থেকে বিভিন্ন শহরে চলাচল করবে। স্পেশ্যাল ট্রেনের পরিষেবা বৃদ্ধি সম্পর্কে বিস্তৃত তথ্য দেওয়া হল এখানে।
যাত্রী ভিড় কমাতে একাধিক স্পেশ্যাল ট্রেন চালু, কবে কোথা থেকে ছাড়বে? রইল তালিকা
যাত্রী ভিড় কমাতে একাধিক স্পেশ্যাল ট্রেন চালু, কবে কোথা থেকে ছাড়বে? রইল তালিকা
advertisement

  • ০৭০৪৬নং. (সেকেন্দ্রাবাদ-ডিব্রুগড়) স্পেশ্যাল ট্রেনটির পরিষেবা ৩ জুলাই থেকে ৩১ জুলাই, ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করা হবে। ০৫টি (পাঁচ) ট্রিপের জন্য প্রত্যেক সোমবার সেকেন্দ্রাবাদ থেকে রওনা দিয়ে ডিব্রুগড় পৌঁছবে। একইভাবে ০৭০৪৭নং. (ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ) স্পেশ্যাল ট্রেনটির পরিষেবা ৬ জুলাই থেকে ৩ আগস্ট, ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করা হবে, ০৫টি (পাঁচ) ট্রিপের জন্য প্রত্যেক বৃহস্পতিবার ডিব্রুগড় থেকে রওনা দিয়ে সেকেন্দ্রাবাদ পৌঁছবে। স্পেশ্যাল ট্রেনগুলি উভয় পথে যাত্রা করার সময় সিমলুগুড়ি, ডিমাপুর, লামডিং, গোয়ালপাড়া টাউন, আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, রামপুরহাট, খড়্গপুর, ভুবনেশ্বর, বিশাখাপট্টনম ও বিজয়ওয়াড়া হয়ে চলাচল করে গন্তব্যস্থলে পৌঁছবে।
  • advertisement

আরও পড়ুন: প্রেমের জন্য আড়াই বছরের সন্তানকে হত্যা মায়ের, অজয় দেবগনের ‘দৃশ্যম’ সিনেমা দেখে দেহ লোপাট

  • ০৯৫২৫নং. (ওখা-নাহরলগুন) সামার স্পেশ্যাল ট্রেনটির পরিষেবা ৪ জুলাই থেকে ২৯ আগস্ট, ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করা হবে। ০৯টি (নয়) ট্রিপের জন্য প্রত্যেক মঙ্গলবার ওখা থেকে রওনা দিয়ে নাহরলগুন পৌঁছবে। একইভাবে ০৯৫২৬নং. (নাহরলগুন-ওখা) সামার স্পেশ্যাল ট্রেনটির পরিষেবা ৮ জুলাই থেকে ২ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করা হবে। ০৯টি (নয়) ট্রিপের জন্য প্রত্যেক শনিবার নাহরলগুন থেকে রওনা দিয়ে ওখা পোঁছবে। স্পেশ্যাল ট্রেনগুলি উভয় পথে যাত্রা করার সময় হারমতি ও রাঙাপাড়া নর্থ হয়ে চলাচল করে গন্তব্যস্থলে পৌঁছবে।
  • advertisement

আরও পড়ুন: রাতের অন্ধকারে নির্দল প্রার্থীর হয়ে প্রচার! কর্মীদের হাতে পাকড়াও তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী

  • ০৮০৪৭নং. (সাঁতরাগাছি-গুয়াহাটি) উৎসব সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেনটির পরিষেবা ৭ জুলাই থেকে ২৮ জুলাই, ২০২৩ পর্যন্ত প্রত্যেক শুক্রবার চলাচলের জন্য আরও ০৪ টি (চার) ট্রিপের জন্য বৃদ্ধি করা হবে। একইভাবে ০৮০৪৮নং. (গুয়াহাটি-সাঁতরাগাছি) উৎসব সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেনটির পরিষেবা গুয়াহাটি থেকে সাতঁরাগাছি পর্যন্ত ৮ জুলাই থেকে ২৯ জুলাই, ২০২৩ পর্যন্ত প্রত্যেক শনিবার চলাচলের জন্য আরও ০৪ টি (চার) ট্রিপের জন্য বৃদ্ধি করা হবে। দু’টি ট্রেনই গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদা টাউন ও বর্ধমান হয়ে চলাচল করে গন্তব্যস্থলে পৌঁছবে।
  • advertisement

    সেরা ভিডিও

    আরও দেখুন
    বর্ধমানে ফুলের স্বর্গ, টেক্কা দিতে পারে ক্ষীরাইয়ের সঙ্গে! শীতের দিনে হোক নতুন গন্তব্য
    আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
North Eastern Frontier Railway: যাত্রী ভিড় কমাতে একাধিক স্পেশ্যাল ট্রেন চালু, কবে কোথা থেকে ছাড়বে? রইল তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল