TRENDING:

জাতীয় সড়কে গাড়ি থেকে টেনে নামিয়ে মা ও মেয়েকে গণধর্ষণ

Last Updated:

দিল্লি থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে জাতীয় সড়কের উপর গাড়ি থেকে টেনে বের করে মা ও তাঁর কিশোরী মেয়েকে গণধর্ষণ করল একদল ডাকাত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেরঠ: দিল্লি থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে জাতীয় সড়কের উপর গাড়ি থেকে টেনে বের করে মা ও তাঁর কিশোরী মেয়েকে গণধর্ষণ করল একদল ডাকাত ৷ নক্কারজনক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরের কাছে দিল্লি-কানপুর জাতীয় সড়কে ৷
advertisement

শুক্রবার রাতে ৯১ নম্বর জাতীয় সড়ক ধরে নিজের পরিবারের আরও চার সদস্যের সঙ্গে গাড়িতে করে শাহজাহানপুর যাচ্ছিলেন নির্যাতিতা মহিলা ও তাঁর মেয়ে ৷ রাত করে যাত্রা শুরু করায় সারা রাত গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয় ওই পরিবার ৷ রাত প্রায় আড়াইটে নাগাদ বুলন্দশহরের আগে দোস্তপুর এলাকায় পৌঁছলে হঠাৎ তাদের গাড়ির দিকে লোহার ভারী রড ছুঁড়ে মারা হয় ৷

advertisement

ঘটনার আকস্মিকতায় গাড়ি থামিয়ে দেওয়া হয় ৷ অভিযোগ, সেসময় ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল রাস্তার পাশের ঝোপ থেকে বেরিয়ে তাদের ঘিরে ফেলে ৷ আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রত্যেককে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামায় ডাকাতরা ৷ কেড়ে নেওয়া হয় মোবাইল, নগদ টাকা, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং সমস্ত অলঙ্কার ও দামী জিনিস ৷

advertisement

সর্বস্ব কেড়ে নেওয়ার পরও ওই পরিবারকে মুক্তি দেয়নি তারা ৷ বন্দুক দেখিয়ে তারা চালককে সড়কের উপর থেকে লাগোয়া মাঠে গাড়ি নামিয়ে আনতে বাধ্য করে ৷ এরপর পরিবারের বাকিদের পিছমোড়া করে বেঁধে ১৪ বছরের কিশোরী ও তাঁর ৪৫ বছরের মা-কে টেনেহিঁচড়ে গাড়ি থেকে প্রায় ৫০ মিটার দূরে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ৷ প্রায় ঘণ্টা তিনেক অত্যাচার চালানোর পর রক্তাক্ত মা ও মেয়েকে সেখানেই পেলে চম্পট দেয় ডাকাতদল ৷

advertisement

মাঠের কাদায় গাড়ির চাকা আটকে যাওয়ায় রাতভোর সেখানেই আটকে থাকে ওই নয়ডার বাসিন্দা ওই পরিবার ৷ পরে নিজেরাই বহু চেষ্টার বাঁধনমুক্ত হয়ে নির্যাতিতা মহিলা ও কন্যাকে নিয়ে নিকটবর্তী থানায় গিয়ে অভিযোগ জানায় ওই পরিবার ৷ প্রথমে ডিউটি অফিসার ঘটনায় পাত্তা না দেওয়ায় অভিযোগ নিতে চায় না৷ নির্যাতিত পরিবার অভিযোগের ভিত্তিতে কোতওয়ালি দেহাতের স্টেশন অফিসার এবং নাইট ডিউটি অফিসারকে সাসপেন্ড করেছে প্রশাসন ৷

advertisement

অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর।মায়াবতীর বিএসপি ও বিজেপি অখিলেশ প্রশাসনের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা গোল্লায় যাওয়ার অভিযোগ এনেছে।সেই অভিযোগ উড়িয়ে দিয়েও, মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব তদন্তের নিষ্পত্তির জন্য ডিজিকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথা-কম্বলের দিন শেষ! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট
আরও দেখুন

পুলিশ ইতিমধ্যেই ১৫জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।  প্রাথমিকভাবে পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে রাজস্থানের একটি কুখ্যাত দুষ্কৃতি দল । ডিআইজি (মীরাট রেঞ্জ) লক্ষ্মী সিংহ জানিয়েছেন, ঘটনার তদন্তের জন্য পুলিশ ছটি দল গঠন করেছে ৷ বুলন্দশহরের এসএসপি বৈভব কৃষাণ জানিয়েছেন, নির্যাতিতাদের মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে এবং দোষীদের চিহ্নিত করার জন্য রাজ্যের স্পেশ্যাল টাস্ক ফোর্সের সাহায্য চাওয়া হয়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/
জাতীয় সড়কে গাড়ি থেকে টেনে নামিয়ে মা ও মেয়েকে গণধর্ষণ