TRENDING:

Noida Twin Tower Demolition Clean Up: ধ্বংস কুতুব মিনারের চেয়েও লম্বা টুইন টাওয়ার, ধুলো সরাতে নামল অ্যান্টি স্মগ মেশিন

Last Updated:

Noida Twin Tower: সন্ধ্যা ৬:৩০ টার পরে বাসিন্দাদের এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান নয়ডার সিইও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়ডা: ধীরে ধীরে পরিষ্কার হচ্ছ ধুলোর মেঘ। নয়ডা টুইন টাওয়ারের ধ্বংসস্তূপে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ফের সবকিছু। দিল্লির ঐতিহাসিক কুতুব মিনারের (৭৩ মিটার) চেয়েও লম্বা, ১০৩ মিটার উঁচু সুপারটেক টুইন টাওয়ারকে ‘জলপ্রপাত বিস্ফোরণ’ কৌশলে আক্ষরিক অর্থেই তাসের ঘরের মতো ভেঙে ফেলা হল। ৯ সেকেন্ডের মধ্যে ধূলিস্যাৎ হল বিশাল বিল্ডিং। বিস্ফোরণের কয়েক মিনিটের মধ্যেই ধুলোর মেঘ ছড়িয়ে পড়তে শুরু করে। তবে ধীরে ধীরে দৃশ্যমানতা ফিরে আসছে। ধুলোর মেঘ কেটে গিয়েছে অনেকটাই। বিশালাকার ভবনের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে পাহাড়ের মতো।
এক্সপ্রেসওয়েতে জলের স্প্রিঙ্কলার এবং অ্যান্টি-স্মগ বন্দুক ব্যবহার করা হচ্ছে
এক্সপ্রেসওয়েতে জলের স্প্রিঙ্কলার এবং অ্যান্টি-স্মগ বন্দুক ব্যবহার করা হচ্ছে
advertisement

আরও পড়ুন- ধুলোর মেঘে অন্ধকার! বিস্ফোরণে ৯ সেকেন্ডে ধূলিস্যাৎ নয়ডার টুইন টাওয়ার!

কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, সুপারটেক টুইন টাওয়ার ভেঙে ফেলার ফলে প্রায় ৮০,০০০ টন ধ্বংসাবশেষ তৈরি হবে। এলাকাটি এখন পরিষ্কারের কাজ চলছে। সন্ধ্যা ৬:৩০ টার পরে বাসিন্দাদের এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান নয়ডার সিইও।

advertisement

আরও পড়ুন- বিশাল টুইন টাওয়ার ধ্বংসের সময় ভূমিকম্পে কেঁপে উঠবে নয়ডা! ক্ষয়ক্ষতির আশঙ্কা কত

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুপারটেক টুইন টাওয়ার ভেঙে ফেলার পরে, নয়ডার সিইও রিতু মহেশ্বরী বলেন, “এলাকা পরিষ্কার করা হচ্ছে, এলাকায় গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ ফেরানো হবে। সন্ধ্যা ৬.৩০ টার পরে এলাকার মানুষদের ওই অঞ্চলে প্রবেশের অনুমতি দেওয়া হবে।” যেখানে টুইন টাওয়ার ছিল তার ঠিক সংলগ্ন এক্সপ্রেসওয়েতে জলের স্প্রিঙ্কলার এবং অ্যান্টি-স্মগ বন্দুক ব্যবহার করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Noida Twin Tower Demolition Clean Up: ধ্বংস কুতুব মিনারের চেয়েও লম্বা টুইন টাওয়ার, ধুলো সরাতে নামল অ্যান্টি স্মগ মেশিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল