TRENDING:

Noida Engineer Death Update: নয়ডার মৃত্যুফাঁদ, ১৫ দিন আগে কীভাবে পাঁচিল ভেঙে নালায় পড়েছিল ট্রাক? সামনে এল ভিডিও

Last Updated:

সেই ভিডিও-তে দেখা গিয়েছে, বিশালাকার ওই ট্রাকটি অবশ্য পাঁচিল এবং রাস্তার মাঝখানে আটকে গিয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ডার তরুণ ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতার মৃত্যুতে দেশ জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ অভিযোগ উঠেছে, প্রশাসনের গাছাড়া মনোভাব এবং উদ্ধারকাজে দেরির কারণেই মৃত্যু হয়েছে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের৷
সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতার আগে একই ভাবে বিপদে পড়েছিলেন এই ট্রাকটির চালকও৷
সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতার আগে একই ভাবে বিপদে পড়েছিলেন এই ট্রাকটির চালকও৷
advertisement

প্রশাসনের গা ছাড়া মনোভাবের অভিযোগ যে কতখানি সত্যি, তার আরও প্রমাণ এবার সামনে এল৷ গত শনিবার গভীর রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে নয়ডার সেক্টর ১৫০-এ একটি নির্মাণ প্রকল্পের এলাকার ভিতরে ৭০ ফুট গভীর নালায় পড়ে যায় ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের গাড়ি৷ ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকা এবং রাস্তায় যথাযথ পথ নির্দেশিকা না থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ৷

advertisement

এই দুর্ঘটনার ঠিক ১৫ দিন ওই একই জায়গায় দুর্ঘটনার কবলে পড়েছিল একটি ট্রাক৷ সেই ট্রাক চালকও ঘন কুয়াশার মধ্যে রাস্তার বাঁক বুঝতে পারেননি৷ ফলে সোজা পাঁচিল ভেঙে ওই গভীর নালার মধ্য গিয়ে পড়ে ট্রাকটি৷ এবার সেই ট্রাক দুর্ঘটনার ভিডিও প্রকাশ্যে এল৷

সেই ভিডিও-তে দেখা গিয়েছে, বিশালাকার ওই ট্রাকটি অবশ্য পাঁচিল এবং রাস্তার মাঝখানে আটকে গিয়েছিল৷ ফলে ট্রাকের সামনের জলে পড়ে গেলেও বরাতজোরে প্রাণে বাঁচেন ট্রাকচালক৷ দীর্ঘক্ষণ অন্ধকারের মধ্যে ওই ট্রাকের ভিতরেই আটকে ছিলেন তিনি৷ নয়ডার তরুণ ইঞ্জিনিয়ারকে বাঁচাতে মনিন্দর নামে যে ডেলিভারি এজেন্ট প্রাণের ঝুঁকি নিয়ে জলে নেমেছিলেন, তাঁর দাবি সেদিনও তিনি এবং তাঁর সহকর্মীরা ওই ট্রাক চালককে উদ্ধার করেন৷

advertisement

গত ৩১ ডিসেম্বর রাতের সেই দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় নালাকে ঘিরে থাকা পাঁচিলটি ভেঙে যায়৷ স্থানীয়দের অভিযোগ, এত বড় দুর্ঘটনার পর ওই পাঁচিল মেরামত তো করাই হয়নি, এমন কি রাস্তার ওই বাঁকে কোনও রিফ্লেক্টর অথবা পথ নির্দেশিকাও লাগানো হয়নি৷ ফলে ঘন কুয়াশার মধ্যে অনেক গাড়ি চালকই রাস্তার ওই বাঁকে এসে বিভ্রান্ত হচ্ছেন৷ গত শনিবার ঠিক একই ভাবে বিপদের মুখে পড়েন যুবরাজ মেহতা নামে ওই ইঞ্জিনিয়ার৷ তার উপর পাঁচিল ভাঙা থাকায় রাস্তা থেকে ছিটকে যুবরাজের গাড়ি সোজা গিয়ে নালার জলের মধ্যে পড়ে৷

advertisement

ওই ট্রাকটির চালক গুরবিন্দর সিং-ও অভিযোগ করেন, রাস্তায় কোনও রিফ্লেক্টর অথবা নির্দেশিকা না থাকার কারণেই ঘন কুয়াশার মধ্যে পথের বাঁক বুঝতে পারেননি তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
চরকার চাকা ঘুরিয়ে মোটা আয়! তুলো থেকে মসলিনের সুতো বানিয়ে ঘরে বসেই কামাচ্ছেন মহিলারা
আরও দেখুন

জলে গাড়ি পড়ে যাওয়ার পরেও প্রায় দেড় ঘণ্টা বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করেন ওই যুবক৷ নিজের বাবা এবং বন্ধুদের ফোন করে সাহায্য চান তিনি৷ অভিযোগ ঘটনাস্থলে পুলিশ, দমকল, রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল পৌঁছলেও ওই যুবককে উদ্ধার করতে সময়মতো তৎপরতা দেখানো হয়নি৷ গাফিলতির জেরেই শেষ পর্যন্ত জলে ডুবে যুবরাজের মৃত্যু হয় বলে অভিযোগ তাঁর পরিবারের৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Noida Engineer Death Update: নয়ডার মৃত্যুফাঁদ, ১৫ দিন আগে কীভাবে পাঁচিল ভেঙে নালায় পড়েছিল ট্রাক? সামনে এল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল