TRENDING:

Elvish Yadav Rave Party: কোবরার বিষে তুরীয় নেশা! বিদেশি মেয়ে এনে উদ্দাম নাচ, Big boss উইনারের পার্টিতে ঢুকে চক্ষু চড়কগাছ পুলিশের

Last Updated:

Noida Rave Party: নয়ডা পুলিশ জানিয়েছে, যারা রেভ পার্টিতে নেশার জন্য সাপের বিষ সরবরাহ করেছিল তাদের গ্রেফতার করা হয়েছে। এফআইআর-এ থাকা ৬ ব্যক্তির মধ্যে নাম রয়েছে এলভিসেরও৷ পুলিশের দাবি, মোটা টাকার বিনিময়ে এই সমস্ত সাপের বিষ রেভ পার্টিতে সরবরাহ করা হত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ন’নটা বিষধর সাপ৷ কী নেই সেখানে? ৫টা কোবরা, দু’টো দু’মাথাওয়ালা সাপ, একটা লাল সাপ, আর একটা অজগর৷ Big boss উইনার (OTT season 2) তথা ইউটিউবার এলভিস যাদবের রেভ পার্টিতে হঠাৎ রেড করে রীতিমতো চক্ষু চড়কগাছ পুলিশের৷ এলভিসের রেভ পার্টি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০-২৫ এমএল নেশা করার বিষ। একাধিক মাদক দ্রব্য৷
advertisement

প্রাণী কল্যাণ আধিকারিক গৌরব গুপ্তার দায়ের করা অভিযোগের বয়ান অনুযায়ী, এলভিস যাদব নামের ওই ইউটিউবার তাঁর গ্যাং ও বন্ধুবান্ধবদের সাথে নয়ডা এবং এনসিআরের একটি ফার্ম হাউসে পার্টি করছিল৷ সেই পার্টিতে সাপের বিষ এবং জীবন্ত সাপ নিয়ে ইউটিউবের ভিডিও-ও শ্যুট করা হচ্ছিল। পুলিশের অভিযোগ, সম্পূর্ণ বেআইনিভাবে এই রেভ পার্টির আয়োজন করেছিল এলভিসরা৷ পার্টিতে বিদেশি মহিলাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারাও সাপের বিষে নেশা করেছিল৷ সাপের বিষ ছাড়াও অবশ্য ছিল আরও মাদক দ্রব্য৷

advertisement

আরও পড়ুন: ‘ব্যক্তিগত প্রশ্ন!’, ঝড়ের মতো এথিক্স কমিটির বৈঠক থেকে বেরিয়ে এলেন মহুয়া মৈত্র

বেশ কিছুদিন আগেই আরও একটি বিষয় নিয়ে চর্চায় উঠে এসেছিলেন নয়ডার এই ইউটিবার৷ পুলিশের কাছে অভিযোগে ইউটিউবার এলভিস দাবি করেছিলেন, তাঁর কাছে অজানা নম্বর থেকে একটা ফোন আসছে৷ ফোন করে ১ কোটি টাকা চাওয়া হচ্ছে তাঁর কাছ থেকে৷ সেই মামলার নিষ্পত্তি হতে না হতেই এবার নিজেই বিপাকে পড়ে গেলেন প্রখ্যাত এই ইউটিউবার৷ এবার, অবৈধ নেশা সামগ্রী ব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল নয়ডা পুলিশ৷

advertisement

সূত্রের খবর, সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে নয়ডা সেক্টর ৪৯ এর একটি রেভ পার্টিতে রেড করে পুলিশ৷ সেই পার্টির হোস্ট ছিলেন এলভিস৷ অভিযোগ, বন আধিকারিক এবং পুলিশের সেই যৌথ অভিযানে ৯টি সাপ, সাপের বিষ উদ্ধার করে৷

আরও পড়ুন: মহুয়া মৈত্রদের আইফোন হ্যাক! এবার কি অ্যাপল-কেও তলব স্ট্যান্ডিং কমিটির? তরজা তুঙ্গে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

নয়ডা পুলিশ জানিয়েছে, যারা রেভ পার্টিতে নেশার জন্য সাপের বিষ সরবরাহ করেছিল তাদের গ্রেফতার করা হয়েছে। এফআইআর-এ থাকা ৬ ব্যক্তির মধ্যে নাম রয়েছে এলভিসেরও৷ পুলিশের দাবি, মোটা টাকার বিনিময়ে এই সমস্ত সাপের বিষ রেভ পার্টিতে সরবরাহ করা হত৷

বাংলা খবর/ খবর/দেশ/
Elvish Yadav Rave Party: কোবরার বিষে তুরীয় নেশা! বিদেশি মেয়ে এনে উদ্দাম নাচ, Big boss উইনারের পার্টিতে ঢুকে চক্ষু চড়কগাছ পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল