TRENDING:

Noida Case Update: নয়ডার ইঞ্জিনিয়ারের মৃত্যুতে গ্রেফতার নির্মাণ সংস্থার মালিক! পাঁচ বছর ধরে কেন খুঁড়ে রাখা হয়েছিল বিশাল গর্ত?

Last Updated:

জলে গাড়ি পড়ে যাওয়ার পরেও প্রায় দেড় ঘণ্টা বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করেন ওই যুবক৷ নিজের বাবা এবং বন্ধুদের ফোন করে সাহায্য চান তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ডার সেক্টর ১৫০-এ নালায় গাড়ি পড়ে জলে ডুবে তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতার মৃত্যুর ঘটনায় প্রথম গ্রেফতার করল পুলিশ৷ নয়ডা পুলিশ জানিয়েছে, যে নির্মাণ সংস্থার প্রকল্প এলাকার ভিতরে ওই নালা খোঁড়া হয়েছিল, সেই সংস্থার অন্যতম মালিক অভয় কুমারকে গ্রেফতার করা হয়েছে৷ উইশটাউন প্ল্যানার্স প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থার আরও একজন কর্ণধার মণীশ কুমারের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ৷
এই জায়গাতেই গাড়ি নিয়ে ডুবে যান সফটওয়্যার ইঞ্জিবনিয়ার যুবরাজ মেহতা৷
এই জায়গাতেই গাড়ি নিয়ে ডুবে যান সফটওয়্যার ইঞ্জিবনিয়ার যুবরাজ মেহতা৷
advertisement

এনডিটিভি-তে প্রকাশিত খবর অনুযায়ী, নয়ডার সেক্টর ১৫০-এ একটি নির্মীয়মাণ মলের বেসমেন্ট তৈরির জন্য বিশাল জায়গা জুড়ে ২০ ফুট গভীর গর্ত খোঁড়া হয়৷ ২০২১ সালে ওই গর্ত খোঁড়া হলেও তার পর থেকে ওই জায়গায় একই ভাবে জল জমে রয়েছে৷ ফলে তা একটি ডোবার আকার ধারণ করেছে৷ কোনও নির্মাণকাজো করা হয়নি৷

গত শনিবার গভীর রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে জল ভর্তি ওই গর্তে পড়ে যায় ২৭ বছর বয়সি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণ মেহতার গাড়ি৷ মৃতের পরিবারের অভিযোগ, সময় মতো উদ্ধারকাজ শুরু না হওয়ায় জলে ডুবে মৃত্যু হয় ওই যুবরাজের৷ এই পরেই মৃত ইঞ্জিনিয়ারের বাবার অভিযোগের ভিত্তিতে উইশটাউন প্ল্যানার্স এবং লোটাস গ্রিনস নামে আরও একটি সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ৷

advertisement

লোটাস গ্রিনস অবশ্য পরে দাবি করে, ২০১৯-২০ সালেই তারা ওই গোটা প্রকল্প উইশটাউন প্ল্যানার্স এবং গৃহপ্রবেশ গ্রুপ নামে অন্য একটি সংস্থাকে বিক্রি করে দিয়েছিল৷ নয়ডা অথোরিটির অনুমোদন নিয়েই এই লেনদেন হয়েছিল বলেও দাবি করে লোটাস গ্রিনস সংস্থা৷

তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মর্মান্তিক পরিণতিতে সরকারি গাফিলতির অভিযোগে গোটা দেশে নিন্দার ঝড় উঠেছে৷ এই পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নিয়েছে উত্তর প্রদেশ সরকারও৷ সোমবারই নয়ডা অথোরিটির সিইও আইএএস অফিসার লোকেশ এম-কে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়৷ ইঞ্জিনিয়ারের মৃত্যু ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আবর্জনাই আয়ের খনি, ফেলে দেওয়া প্লাস্টিকেই ভাগ্য বদল! মহিলাদের জন্য সুপারহিট ফর্মুলা
আরও দেখুন

তার আগে অবশ্য নয়ডা অথোরিটির সিইও লোকেশ এম এই দুর্ঘটনার দায় ঘাড়ে চাপিয়ে এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করেন৷ একাধিক সরকারি কর্মীকে শো কজ নোটিসও ধরানো হয়৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Noida Case Update: নয়ডার ইঞ্জিনিয়ারের মৃত্যুতে গ্রেফতার নির্মাণ সংস্থার মালিক! পাঁচ বছর ধরে কেন খুঁড়ে রাখা হয়েছিল বিশাল গর্ত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল