এনডিটিভি-তে প্রকাশিত খবর অনুযায়ী, নয়ডার সেক্টর ১৫০-এ একটি নির্মীয়মাণ মলের বেসমেন্ট তৈরির জন্য বিশাল জায়গা জুড়ে ২০ ফুট গভীর গর্ত খোঁড়া হয়৷ ২০২১ সালে ওই গর্ত খোঁড়া হলেও তার পর থেকে ওই জায়গায় একই ভাবে জল জমে রয়েছে৷ ফলে তা একটি ডোবার আকার ধারণ করেছে৷ কোনও নির্মাণকাজো করা হয়নি৷
গত শনিবার গভীর রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে জল ভর্তি ওই গর্তে পড়ে যায় ২৭ বছর বয়সি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণ মেহতার গাড়ি৷ মৃতের পরিবারের অভিযোগ, সময় মতো উদ্ধারকাজ শুরু না হওয়ায় জলে ডুবে মৃত্যু হয় ওই যুবরাজের৷ এই পরেই মৃত ইঞ্জিনিয়ারের বাবার অভিযোগের ভিত্তিতে উইশটাউন প্ল্যানার্স এবং লোটাস গ্রিনস নামে আরও একটি সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ৷
advertisement
লোটাস গ্রিনস অবশ্য পরে দাবি করে, ২০১৯-২০ সালেই তারা ওই গোটা প্রকল্প উইশটাউন প্ল্যানার্স এবং গৃহপ্রবেশ গ্রুপ নামে অন্য একটি সংস্থাকে বিক্রি করে দিয়েছিল৷ নয়ডা অথোরিটির অনুমোদন নিয়েই এই লেনদেন হয়েছিল বলেও দাবি করে লোটাস গ্রিনস সংস্থা৷
তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মর্মান্তিক পরিণতিতে সরকারি গাফিলতির অভিযোগে গোটা দেশে নিন্দার ঝড় উঠেছে৷ এই পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নিয়েছে উত্তর প্রদেশ সরকারও৷ সোমবারই নয়ডা অথোরিটির সিইও আইএএস অফিসার লোকেশ এম-কে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়৷ ইঞ্জিনিয়ারের মৃত্যু ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷
তার আগে অবশ্য নয়ডা অথোরিটির সিইও লোকেশ এম এই দুর্ঘটনার দায় ঘাড়ে চাপিয়ে এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করেন৷ একাধিক সরকারি কর্মীকে শো কজ নোটিসও ধরানো হয়৷
