এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আজ এই নৃশংস ঘটনা ঘটেছে নয়ডার সেক্টর ১৫-তে৷ ৪২ বছরের মৃত ওই মহিলার নাম আসমা খান৷ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওই মহিলাকে খুন করার অভিযোগে তাঁর স্বামী নুরুল্লাহ হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ৷
আরও পড়ুন: গায়ে সাদা কোট, সবাই ভাবত তিনি দিল্লির এইমস-এর চিকিৎসক! মহিলার আসল কীর্তি ফাঁস করল পুলিশ
advertisement
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ২০০৫ সালে ওই দম্পতির বিয়ে হয়৷ তাঁদের একটি ছেলে এবং মেয়ে রয়েছে৷ দম্পতির ছেলে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র৷ তাঁদের মেয়ে অষ্টম শ্রেণির পড়ুয়া৷
পুলিশ জানিয়েছে, আসমা খান আগে দিল্লিতে থাকতেন৷ জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী তিনি৷ অন্যদিকে তাঁর স্বামী নুরুল্লাহ আদতে বিহারের বাসিন্দা৷ তিনিও ইঞ্জিনিয়ারিং পেশাতেই ছিলেন৷ কিন্তু বর্তমানে কর্মহীন ছিলেন তিনি৷
গত বেশ কিছুদিন ধরেই নুরুল্লাহ সন্দেহ করছিলেন, তাঁর স্ত্রী হয়তো বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন৷ এই নিয়েই তাঁদের মধ্যে অশান্তি চলছিল৷ শনিবার ফের দম্পতির মধ্যে বচসা শুরু হয়৷ কথা কাটাকাটির মধ্যেই স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করেন নুরুল্লাহ৷ তাতেই মৃত্যু হয় ওই মহিলার৷
ওই দম্পতির ছেলেই ঘটনার কথা ফোন করে পুলিশকে জানায়৷ দ্রুত ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ৷ গ্রেফতার করা হয় মৃতার স্বামীকে৷ নিহত মহিলার দেওর জানিয়েছেন, ভাইঝি আমাকে প্রথম আজ সকালে ঘটনার কথা জানায়৷ ওদের মধ্যে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল, কিন্তু আমার ভাই যে এমন কাণ্ড ঘটাবে, আমরা ভাবতে পারিনি৷